কী প্রয়োজন: দমকলের ছাড়পত্র দেওয়ার জন্য আমতা-উদয়নারায়ণপুর-জয়পুরের পুজো কমিটিগুলির টিআর ফর্মের টাকা স্থানীয় স্টেট ব্যাঙ্কে জমা নেওয়া হোক।
কেন? আমতা, জয়পুর এবং উদয়নারায়ণপুরবাসীকে পুজোর জন্য দমকলের ছাড়পত্র পেতে গেলে অনেক ঝামেলা পোয়াতে হয়। প্রথমে যেতে হয় দূরবর্তী উলুবেড়িয়া দমকল কেন্দ্রে। সেখান থেকে ফর্ম নিয়ে পূরণ করে স্থানীয় থানায় এন ও সি নিয়ে আবার আবার উলুবেড়িয়ায় দমকল কেন্দ্রে ফিরতে হয়। তারপর টিআর ফর্ম ফিলাপ করে আবার জমা দিতে যেতে হয় উলুবেড়িয়ার ট্রেজারিতে। সেই টাকার রসিদ দেখালে তবেই মেলে দমকলের ছাড়পত্র।
প্রস্তাব: উলুবেড়িয়া ট্রেজারির বদলে আমতা-জয়পুর-উদয়নারায়ণপুর স্টেট ব্যাঙ্কে টাকা নেওয়া হোক। এতে পুজো কমিটিগুলির সুবিধা হবে। এ বিষয়ে মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
দীপঙ্কর মান্না, আমতা, হাওড়া।
|
কী প্রয়োজন: হুগলি চণ্ডীতলা ১ পঞ্চায়েত সমিতির মশাট হরিপুর মেটাল রোডের বাঁদপুর মোড় থেকে ভায়া হরিপুর-ইছাপসর ১৫ কিমি রাস্তার সঠিক জল নিকাশি ব্যবস্থা ও পুর্নর্নিমাণ চাই।
কেন? এই রাস্তার কাজ শেষ হওয়ার পর গড়ায়নি বছরও। ইতিমধ্যেই রাস্তার বহু জায়গায় খানা-খন্দে পরিণত হয়ে রাস্তার হাল বেহাল হয়ে দাঁড়িয়েছে। এই পরিণতির প্রধান কারণ বর্ষার সময়ে জলনিকাশি ব্যবস্থার সঠিক পন্থা রূপায়ণের অভাব।
প্রস্তাব: জল নিকাশির সঠিক পরিকল্পনা এবং রাস্তার পুর্নর্নিমাণ করার জন্য সড়ক বিভাগের সরকারি আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
কাজি আবু তোরাব, বাঁদপুর, হুগলি।
|
কী প্রয়োজন? ভদ্রেশ্বর কবি সুকান্ত মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু হোক।
কেন? শেওড়াফুলি, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর ও মানকুণ্ডু এলাকার মানুষের জন্য এই একটিই কলেজ। কিন্তু এখানে শুধুমাত্র কলা ও বাণিজ্য পড়ানো হয়।
প্রস্তাব: স্থানীয় ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই কলেজে বিজ্ঞান বিভাগ চালু করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
সিদ্ধার্থ দত্তচৌধুরী, ভদ্রেশ্বর, হুগলি। |