উঠে গেল স্কুলগাড়ি ধর্মঘট |
বেআইনি স্কুলগাড়ির বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ। পরিবহণমন্ত্রীর এই আশ্বাস পেয়েই ধর্মঘট তুলে নিলেন স্কুলগাড়ি সংগঠনের নেতারা। আজ, বৃহস্পতিবার থেকে লাগাতার স্কুলবাস ধর্মঘটের ডাক দিয়েছিল ওয়েস্টবেঙ্গল কন্ট্রাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটর্স অ্যাসোসিয়েশন। এর আগে বুধবার পরিবহণমন্ত্রী মদন মিত্র স্কুলবাস সংগঠনের নেতাদের নিয়ে মহাকরণে বৈঠক করেন। পরিবহণ দফতরের আধিকারিকেরা ছাড়াও বৈঠকে ছিলেন কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) দিলীপ আদক। সেখানেই পরিবহণমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন, বেআইনি স্কুলগাড়ির বিরুদ্ধে অভিযানে নামতে। পরিবহণমন্ত্রী এ দিন বলেন, “বারবার স্কুলগাড়ির মালিকদের পারমিট নিয়ে গাড়ি চালাতে অনুরোধ করেও কাজ হচ্ছে না। ফলে রাজস্বের ক্ষতির সঙ্গে স্কুলবাস মালিকদেরও লোকসান হচ্ছে।” স্কুলগাড়ি সংগঠনের পক্ষে হিমাদ্রি গঙ্গোপাধ্যায় বলেন, “আমাদের দাবি ছিল বেআইনি স্কুলগাড়ির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। পরিবহণমন্ত্রী পুলিশকে সেই মতো নির্দেশ দিয়েছেন। পুলিশ কী ব্যবস্থা নেয় দেখব। তাই ধর্মঘট স্থগিত রাখছি।” পরিবহণমন্ত্রী জানান, কোন স্কুলে কত স্কুলগাড়ি শিশুদের নিয়ে যায়, তার তালিকা নিয়ে পুলিশ অভিযান চালাবে। পারমিটহীন স্কুলগাড়ির বিরুদ্ধে অভিযানের পাশাপাশি কোন গাড়ি থেকে দূষণ ছড়াচ্ছে তা-ও দেখবে পুলিশ। পারমিট ছাড়া কোনও গাড়িই চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রী।
|
কর্তা সরলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে |
রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল জলপাইগুড়ির রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়কে। কোচবিহারের নাটাবাড়ির তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষকে ওই দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সূত্রের খবর, মঙ্গলবার রাতে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে বিভিন্ন দফতরের কাজকর্ম পর্যালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এ দিন রবীন্দ্রনাথবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর দেওয়া দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা সব সময় করেছি। এ বারেও তার ব্যতিক্রম হবে না।” খগেশ্বরবাবু অবশ্য বলেন, “এ বিষয়ে কিছু জানি না।”
|
এত দিন কখনও রাজ্য পুলিশের হেফাজতে, কখনও বা জেল হেফাজতে দিন কাটছিল সারদা কর্তা সুদীপ্ত সেনের। এই প্রথম তাঁকে ন’দিনের জন্য হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। বুধবার ব্যাঙ্কশাল আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অলোক চৌধুরী এই নির্দেশ দিয়েছে। এর আগে সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে তাদের হেফাজতে নেয় ইডি। সারদা কাণ্ডে সুদীপ্ত সেনদের বিরুদ্ধে আর্থিক তছরূপ আইনে অভিযোগ এনেছে ইডি। তদন্তের প্রয়োজনে সারদা কর্তাকে ১৫ দিন এবং দেবযানীকে ৭ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানান ইডি-র আইনজীবী। |