টানা বৃষ্টিতে ভর্তি সব জলাশয়। তারই মধ্যে চলছে
মাছের সন্ধান। বাঁকুড়ার পুনিশোল গ্রামে। —নিজস্ব চিত্র।
|
স্বামী মুরলী পাল পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি মাটির জিনিসপত্রও তৈরি করেন।
সে বার দীপাবলির আগে ৫০০টি প্রদীপ তৈরির বরাত পেয়েছেন মুরলীবাবু। কিন্তু, নাগাড়ে বৃষ্টি বাধ
সেধেছে কাজে।
সময়ের আগে কী ভাবে কাজ শেষ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। হাল
ধরেছেন
তাঁর স্ত্রী শান্তি পাল।
গৃহকাজের ফাঁকে নাতনিকে পাশে বসিয়ে স্বামীর কাজ এগিয়ে
রাখছেন।
বিষ্ণুপুরের বাসন্তীতলায় ছবিটি তুলেছেন শুভ্র মিত্র।
|
রামপুরহাটের আয়াষ, বৈধরা সড়ক সংস্কারের কাজ দীর্ঘ এক বছর আগে শুরু হয়েও এখনও
তা শেষ না হওয়ায় বাসিন্দারা নাকাল হচ্ছেন। পূর্ত দফতরের ( সড়ক) রামপুরহাট মহকুমার বিভাগীয়
বাস্তুকার সুজয় রায় প্রতিহার বলেন, “পঞ্চাশ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর তিন মাস সংস্থাটি কাজটি
করছে না। যত তাড়াতাড়ি সম্ভব কাজটি শুরু করার চেষ্টা চালানো হচ্ছে।” —নিজস্ব চিত্র। |