টুকরো খবর
দলের অন্তর্দন্দ্ব, নির্বাচিত হলেন না পুরপ্রধান
বিরোধীশূন্য চাকদহ পুরসভার শপথ গ্রহন অনুষ্ঠানে দলীয় কোন্দলে কেউ উপপুরপ্রধান হিসেবে শপথ নিলেন না। ২১ সদস্যের ওই পুরসভায় সবকটি আসনে জেতে শাসকদল। বুধবার ছিল কাউন্সিলর, পুরপ্রধান ও উপপুরপ্রধানের শপথ গ্রহনের দিন। তার আগে রবিবার কলকাতার তৃণমূল ভবনে জেলা নেতাদের সঙ্গে আলোচনার পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় পুরপ্রধান হিসেবে দীপক চক্রবর্তী ও উপপুরপ্রধান হিসেবে সুকুমার রায়ের নাম ঘোষণা করেন। স্থানীয় বিধায়ক এ দিন সন্ধ্যাতেই সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে দু’জনকে এ কথা জানিয়ে দেন। সুকুমারবাবু ওই পদে আসীন হতে অস্বীকার করেন। উষ্মা প্রকাশ করেন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে। তারপর সর্বসম্মতিক্রমে কাউন্সিলররা ঠিক করেন, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলেন্দু দাস হবেন উপপুরপ্রধান। কিন্তু বুধবার অমলেন্দুবাবু উপপুরপ্রধান হিসেবে শপথ নেননি। অন্যদিকে সুকুমারবাবু এ দিন একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বলেন, “আমি দলের সিদ্ধান্ত মেনে নেব।” এই অবস্থায় জল্পনা তৈরি হচ্ছে তাহলে কী সুকুমার রায়ই শেষমেশ উপপুরপ্রধান হবেন? তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “সমস্ত কাউন্সিলরদের তৃণমূল ভবনে নিয়ে গিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

পুরনো খবর:

চাঁদার জুলুম, গ্রেফতার ৪
ক্রমান্বয়ে বাড়ছে চাঁদার জুলুম। যাত্রিবাহী বাস থেকে ছুটন্ত গাড়ি, নিস্তার নেই কোথাও। বুধবার মুর্শিদাবাদের লাহারপাড়া এলাকায় একটি বরযাত্রীর গাড়ি আটকেও শুধু মোটা অঙ্কের চাঁদা আদায়ই নয় বরযাত্রীদের চার জনকে মারধর করারও অভিযোগ উঠল। অভিযোগ পেয়ে পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। আহত চার বরযাত্রীকে ভর্তি করা হয়েছে কান্দি মহকুমা হাসপাতালে। পুলিশ জানায়, বুধবার ওই এলাকায় বহড়া থেকে লাহারপাড়া পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায় ছ-জায়গায় চাঁদা দেওয়ার পরে সাগরদিঘির ওই বরযাত্রীরা চাঁদা দিতে অস্বীকার করে। অভিযোগ, এর পরেই তাঁদের মারধর করা হয়। কেড়ে নেওয়া হয় মোবাইল, আঙটি। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “চাঁদার জুলুমবাজি রুখতে এ বার রাস্তায় টহল শুরু করেছে পুলিশ।”

ব্যাঙ্কের নতুন শাখা
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের কানুপুরে নতুন শাখা চালু করল ইউকো ব্যাঙ্ক। এই নিয়ে রাজ্যে ৩৭০তম ও মুর্শিদাবাদে সপ্তম শাখা খোলা হল। বুধবার ওই শাখার উদ্বোধন করেন ব্যাঙ্কের সল্টলেকের জোনাল ম্যানেজার প্রণয় কুমার। কানুপুর গ্রাম পঞ্চায়েতের ১৭টি গ্রামে এতদিন পর্যন্ত কোনও ব্যাঙ্ক ছিল না।

কবর থেকে দেহ তুলে ময়নাতদন্ত
আদালতের নির্দেশে কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ। বুধবার ডোমকলের চাঁদেরপাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, ৫ সেপ্টেম্বর চাঁদেরপাড়ার বাসিন্দা জামিরুদ্দিন (৫২) প্রতিবেশীদের হুকিং করে নেওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাঁকে কবরও দিয়ে দেওয়া হয়। দিন দশেক আগে মৃতের স্ত্রী আদরা বেওয়া ওই ঘটনায় আট জন প্রতিবেশীর বিরুদ্ধে আদালতে অভিযোগ জানান। ডোমকলের বিডিও রবীন্দ্রনাথ মিশ্র বলেন, “আদালতের নির্দেশে এদিন কবর থেকে দেহ তুলে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”

মনোনয়নপত্র জমা তৃণমূলের
আগামী ২২ নভেম্বর বহরমপুর পুরসভা নির্বাচন। বহরমপুর পুরসভার ১০টি ওয়ার্ডের জন্য মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের ১০ জন প্রার্থী। বুধবার তাঁরা মনোনয়নপত্র জমা দেন। বহরমপুর পুরসভার তৃণমূলের নির্বাচনী কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তনমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, “বহরমপুর পুরসভার মোট ২৮টি আসনের মধ্যে ১০টিতে এদিন মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিরোধীদের প্রার্থী তালিকা জানার পর বাকি ১৮টি আসনের প্রার্থী তালিকা চূড়াম্ত করা হবে।” ১০টি আসনের মধ্যে ২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে ২ জন মনেনয়নপত্র জমা দিয়েছেন। তৃণমূলের মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুবোধচন্দ্র দাস বলেন, “২ নম্বর ওয়ার্ডের জন্য আপাতত ২ জন মনেনয়নপত্র জমা দিয়েছেন। তবে দলের সিদ্ধান্ত মেনে পরবর্তীতে এক জনের নাম প্রত্যাহার করে নেওয়া হবে।” এ দিন কংগ্রেসের ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন, “জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি আপাতত ১০ জনের নাম মনোনীত করেছেন। সেই ১০ জনের তালিকা এ দিন প্রকাশ করা হয়েছে। বাকি প্রার্থীদের নাম অধীর চৌধুরি মনোনীত করলেই তাঁদের তালিকাও তখন প্রকাশ করা হবে।” এ দিকে বুধবার পর্যন্ত বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি।

খুনের ঘটনায় গ্রেফতার ১২
বহরমপুর কান্দি থানার গোকর্ণ থেকে ১২ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭ মে গোকর্ণ বাজারের মধ্যে একটি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাদের খুঁজছিল। মঙ্গলবার রাতে তারা গোকর্ণ এলাকায় জড়ো হতেই পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে চারটে পিস্তল, ১২ রাউন্ড গুলি ও বোমার মশলা উদ্ধার হয়েছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ধৃত ১২ জনের মধ্যে আলম শেখ, সাদ শামিম, বাদশা আলমগিরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।” পুলিশ জানিয়েছে, খুনের তদন্তে নেমে পুলিশ দুষ্কৃতীদের খোঁজ করতেই তারা মুর্শিদাবাদ ছেড়ে মুম্বই চলে যায়। সম্প্রতি তারা বড়ঞা এলাকায় থাকতে শুরু করে। এর পরে তারা গোকর্ণে আসতেই পুলিশ তাদের গ্রেফতার করে।

দল বদলে তৃণমূলে
সিপিএমের সাতজন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সাতজন সদস্য তৃণমূলে যোগ দিলেন। ডোমকলের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত ও ডোমকল পঞ্চায়েত সমিতির ওই সদস্যরা বুধবার দলবদল করেন। ডোমকলের ব্লক তৃণমূল সভাপতি কমলেশ সেনগুপ্তের দাবি, “এলাকার উন্নয়নের স্বার্থেই এই দলবদল।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নারায়ণ দাসের বক্তব্য, “ওই দলত্যাগীরা আমাদের দলের সদস্য নয়।”

দেহ উদ্ধার
খালের ধার থেকে উদ্ধার হল এক মৎস্যজীবীর দেহ। বুধবার সকালে ইসলামপুরের ঈশাননগরের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত লাল্টু শেখ (৪৫) ওই এলাকারই বাসিন্দা। মৃতের ওই ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যায় মাছ ধরতে বেরিয়েছিলেন। তারপর থেকে তিনি বাড়ি ফেরেননি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

প্রস্তুতি। বহরমপুর কুমোরপাড়ায় গৌতম প্রামাণিকের তোলা ছবি।

প্রস্তুতি। বহরমপুর কুমোরপাড়ায় গৌতম প্রামাণিকের তোলা ছবি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.