টুকরো খবর
লেসার রশ্মির সাফল্য
চাঁদের খবরাখবর পৃথিবীতে আনার জন্য এত দিন তেজস্ক্রিয় তরঙ্গ মাধ্যমকেই ব্যবহার করা হত। সম্প্রতি, এই কাজের পরীক্ষামূলক ভাবে লেসার রশ্মিকে কাজে লাগানো হয়েছিল। তাতে মিলেছে সাফল্য। দাবি নাসার। বুধবার নাসা প্রশাসনের তরফে ব্যাড্রি ইউনস বুধবার জানিয়েছেন, প্রায় চার লক্ষ কিলোমিটার দূরের উপগ্রহ চাঁদ থেকে অবিশ্বাস্য দ্রুত গতিতে নির্ভুল তথ্য পাওয়া গিয়েছে লেসার রশ্মির মাধ্যমে। প্রতি সেকেন্ডে ৬২২ মেগাবাইট গতিতে তথ্য ডাউনলোড করা গিয়েছে, যা তেজস্ক্রিয় তরঙ্গ পদ্ধতির চেয়ে ছ’গুণ বেশি দ্রুত।

ভিডিও সরাল ফেসবুক
সমালোচনার মুখে এক মহিলার মাথা কেটে ফেলার ভিডিও সরাতে বাধ্য হলেন ফেসবুক কর্তৃপক্ষ। তবে সম্প্রতি এই ধরনের হিংসাত্মক ভিডিও দেখানোর যে সুযোগ ফেসবুকে দেওয়া হয়েছে, তা বন্ধের পক্ষপাতী নন তাঁরা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি হিংসাত্মক ভিডিও সংক্রান্ত বিধি শিথিল করেই ভিডিওটি আপলোড করা হয়। তাতে দেখা যায়, মেক্সিকোয় এক মহিলার মাথা কাটছেন কালো কাপড়ে মুখ ঢাকা এক ব্যক্তি। সমালোচনার ঝড় ওঠে।

পুরনো খবর:

দূর হল সব বাধা
বাংলাদেশের সংসদে অনুমোদিত হল তাদের ও ভারতের মধ্যে হওয়া বন্দি বিনিময় চুক্তি। ফলে দু’দেশের মধ্যে বন্দি বিনিময়ে আর কোনও বাধা রইল না। গত ২৮ জানুয়ারি দু’দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে বলা হয়েছে, এক বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তিকে অন্য দেশের হাতে তুলে দেওয়া হবে। তবে রাজনৈতিক বন্দিদের ক্ষেত্রে তা প্রত্যাখ্যানেরও সুযোগ রয়েছে। অসমের বিদ্রোহী নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হবে কি না, এই প্রশ্নের জবাবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগির জানান, বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন।

জঙ্গি হানায় হত ২৮
আত্মঘাতী জঙ্গি ও বন্দুকবাজদের হামলায় ইরাকে নিহত হলেন ২৮ জন। তাঁদের মধ্যে ২৫ জন পুলিশ এবং তিন জন সাধারণ মানুষ। জখম হয়েছেন আরও ২৬ জন পুলিশ। মঙ্গলবার রাত ১০টা থেকে ১২টার মধ্যে ইরাকের আনবার প্রদেশে পুলিশের বিভিন্ন চেকপোস্টে পর পর হামলা চালায় আত্মঘাতী ও বন্দুকবাজ জঙ্গিরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.