শ্রীপুর বাজার থেকে ডাকঘর স্থানান্তকরণের প্রতিবাদে দফতরের অধিকর্তাকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখলেন বাসিন্দারা। বুধবার বিক্ষোভ চলাকালীন তাঁরা জানান, প্রায় দু’কিমি দুরে নিশ্চিন্তা গ্রামে ডাকঘর সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ দিন শ্রীপুর থেকে প্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জানতে পেরে তাঁরা জোট বেধে ডাকঘরের অধিকর্তা কিশোর বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান। তবে কিশোরবাবুর দাবি, “দীর্ঘ দিন ধরে শ্রীপুরে ডাকঘরের ছাদ চুঁইয়ে জল পড়ছে। বর্ষায় নথিপত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনাও দেখা দেয়। এর থেকে রেহাই পেতে অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছি আমরা।”
|
শিক্ষকের খুনিদের শাস্তি চেয়ে মিছিল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
নিজের ঘরে গলার নলি কেটে খুন হওয়া গৃহশিক্ষক সমীর দাসের খুনিদের শাস্তি চেয়ে বুধবার গোপালপুর গ্রামে একটি মৌন মিছিল করেন এলাকাবাসী। মিছিলে যোগদানকারীরা জানান, অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দিন কয়েক আগে কাঁকসা থানার গোপালপুরের উত্তরপাড়ায় নিজের বাড়িতেই গলার নলি কাটা অবস্থায় সমীর দাসের দেহ পড়ে থাকতে দেখা যায়। সোমবার সকালে পড়ুয়ারা টিউশনে গিয়ে দেখে, মেঝেতে সমীরবাবুর দেহ পড়ে রয়েছে। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালায়। দ্রুত অপরাধীকে ধরার আশ্বাস দিয়েছে পুলিশ।
|
পোস্ত চাষ রুখতে অভিযান রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
অবৈধ পোস্ত চাষ বন্ধ করতে অভিযানে নামল আসানসোল আবগারি দফতর। বুধবার রানিগঞ্জের নূপুর, বল্লভপুর, নারায়ণকুরি এলাকায় কয়েকশো বিঘা জমির পোস্ত গাছ নষ্ট করা হয়। আবগারি দফতরের অধিকর্তা মনেরঞ্জন দে জানান, মঙ্গলবার তাঁরা জামুড়িয়ার হিজলগড়া, বারুল, বাগডিহা, সিদ্ধপুরে অভিযান চালিয়েছেন। অভিযান এখন বেশ কিছুদিন চলবে। দু’দিনে কয়েক কোটি টাকার পোস্ত গাছ নষ্ট করে দেওয়া হয়েছে বলে তাঁর দাবি।
|
কিশোরীকে খুনের অভিযোগে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার মেয়েটি যে বাড়িতে পরিচারিকার কাজ করত সেই রঞ্জিত মুখোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করে। গত ২৮ সেপ্টেম্বর দুর্গাপুরের একটি আবাসনের ঘর থেকে ওই কিশোরীর দেহ মিলেছিল। তার বাবা মেয়েকে খুন করা হয়েছে বলে রঞ্জিতবাবুর নামে অভিযোগ দায়ের করেছিলেন। মেয়েটি প্রায় দু’বছর ধরে ওই বাড়িতে পরিচারিকার কাজ করত। |