টুকরো খবর
ঝঞ্ঝার জেরে বেসামাল বিমান, আহত ৮ জন
অতলান্তিক পেরিয়ে আয়ার্ল্যান্ডের রাজধানী ডাবলিনের দিকে উড়ছিল মার্কিন যাত্রীবিমান বোয়িং ৭৫৭। কিন্তু বিপত্তি বাধল অবতরণের সময়। তীব্র ঝঞ্ঝার কবলে পড়ে বেসামাল হয়ে পড়ল ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি। আহত ৮। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে এক বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি সাত জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বিমান সংস্থার আশঙ্কা, যান্ত্রিক গোলযোগের ফলেই ঝঞ্ঝার কবলে পড়ে টালমাটাল হয়েছিল বিমানটি। একাংশের অবশ্য দাবি, সিট-বেল্ট বাধা ছিল না যাত্রীদের। কিন্তু বিমানসংস্থার দাবি, সিট বেল্ট বেঁধেই আসনে বসেছিলেন যাত্রীরা। কিন্তু ঝঞ্ঝার জেরে বিমানটি একেবারে অনেকটা নেমে আসায় টাল সামলাতে পারেননি ৮ জন।

ভোটের দিন ঘোষণা মলদ্বীপে
সাংবিধানিক সঙ্কট এড়াতে ফের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হল মলদ্বীপে। দেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, আগামী ৯ নভেম্বর নির্বাচন হবে। যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পান, সে ক্ষেত্রে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১৬ নভেম্বর। মলদ্বীপের সংবিধান অনুসারে, ১১ নভেম্বরের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাওয়ার কথা। কিন্তু তা সম্ভব না হলে কোনও ধরনের অন্তর্বর্তী সরকার গঠন করা হবে কি না, তা নিয়েও চলছে ভাবনা-চিন্তা। ইতিমধ্যেই বর্তমান প্রেসিডেন্ট মহম্মদ ওয়াহিদের পদত্যাগের দাবি জানিয়েছে বিরোধীরা।

সম্মানিত ভারতীয়
ভারতীয় বংশোদ্ভূত এক কর্মীকে সংবর্ধনা জানাল নিউ ইয়র্ক পুলিশ দফতর। ক্যাপ্টেন স্ট্যানলি জর্জের জন্ম কেরলে। পড়াশোনা করেছিলেন কেরলেরই কুমিলি এলাকায়। ১৯৮৩ সালে আমেরিকায় আসেন। ১৯৯২ সালে যোগ দেন নিউ ইয়র্ক পুলিশে। নানা প্রয়োজনে ভারতীয় বংশোদ্ভূতদের সাহায্য করার জন্যই এই সংবর্ধনা পেলেন তিনি।

তদন্তের আবেদন
দেশদ্রোহের মামলায় নতুন করে তদন্তের আবেদন জানালেন পাকিস্তানের চিকিৎসক শাকিল আফ্রিদি। ২০১১ সালে ২ মে ওসামা মার্কিন বাহিনীর হাতে নিহত হওয়ার পর পরই গ্রেফতার করা হয় তাঁকে। অভিযোগ, দেশের মাটিতে ওসামা বিন লাদেনকে ধরিয়ে দিতে মার্কিন বাহিনীকে সাহায্য করেছিলেন তিনি।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.