টুকরো খবর
কমিশনে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর
রাজ্য মানবাধিকার কমিশনের কাছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করলেন মালদহের সাংসদ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ৮ অক্টোবর মালদহ জেলার কালিয়াচক থানার কাশীনগর গ্রামের বাসিন্দা ইসমাইল শেখ নামে এক ব্যক্তি দুষ্কৃতীদের হাতে খুন হন। ইসমাইলকে চপার দিয়ে কুপিয়ে খুন করে কয়েক জন দুষ্কৃতী। কালিয়াচক থানায় চার জনের নামে অভিযোগও দায়ের করা হয়। তাও দুষ্কৃতীদের গ্রেফতার করেনি পুলিশ। সোমবার দুপুরে ভবানীভবনে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আবু হাসেম খান চৌধুরী বলেন, “ওই চার দুষ্কৃতী কালিয়াচক এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। শাসকদলের চাপে পুলিশ নিষ্ক্রিয় হয়ে রয়েছে।” কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে জেলা তৃণমূলের সভানেত্রী সাবিত্রী মিত্র বলেন, “ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আমি কয়েক বার এলাকায় শান্তি মিছিল করেছি। পুলিশকেও দুষ্কৃতীদের ধরার জন্য বলেছি।” সাবিত্রীদেবীর সংযোজন, “কেন্দ্রীয় মন্ত্রী লোকসভা নির্বাচনের আগে মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করে নিজে প্রচারের আালোয় আশার চেষ্টা করছেন।” কমিশনের রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত বলেন, “কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান আইজি (উত্তরবঙ্গ)-কে ব্যক্তিগত ভাবে তদন্ত করে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সুপারিশ করেছেন।”

সোনার হার ফিরিয়ে দিলেন পুরসভার কর্মী
রাস্তায় কুড়িয়ে পাওয়া আড়াই ভরি ওজনের সোনার হার মালিকের হাতে ফিরিয়ে দিলেন পুরসভার এক কর্মী। সোমবার সকালে হারটি ফিরিয়ে দেন মাথাভাঙা পুরসভার চতুর্থ শ্রেণির কর্মী বিমল ভট্টাচার্য। বিমলবাবু বলেন, “ওই হার পাওয়ার পরে কতক্ষণে তা ফিরিয়ে দেব সে কথা ভাবছিলাম। পরে কাউন্সিলরের উপস্থিতিতে তা ফিরিয়ে দিতে পেরে আমি খুশি।” হারটির মালিক অনসূয়া বং বলেন, “হারটি হারিয়ে যাওয়ার পর অনেক খুঁজেও পাইনি। ফেরৎ পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। বিমলবাবুর সততা ভাবাই যায় না।” বিমলবাবু জানান, আমার বাড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিধানপল্লিতে। গত রবিবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে সাইকেলে বাজার করতে ৪ নম্বর ওয়ার্ডে যাই। বাজার করে ফেরার সময় সোনার হারটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রামানুজ পান্ডেকে বিষয়টি জানিয়ে তাঁর কাছে হারটি রেখে দিই। এর পরে পরিচিত লোকজন, বিধাননগর ক্লাব, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা ভাগানি সবাইকে বিষয়টি জানাই। স্থানীয় এক রিকশাওয়ালার মাধ্যমে তা জানতে পারেন ওই ওয়ার্ডের বাসিন্দা অনসূয়া দেবী। তিনি বিমলবাবুর সঙ্গে যোগাযোগ করেন। এ দিন কাউন্সিলর, এলাকার বাসিন্দা, ক্লাবের সদস্যদের উপস্থিতিতে হারটি অনসূয়াদেবীর হাতে তুলে দেওয়া হয়।

লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লুঠ
পেট্রোল পাম্প কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছেটানোর পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা। সোমবার সকালে ইসলামপুর থানার পুটিয়ামোড় এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, এদিন সকালে বাইকে করে পেট্রোল পাম্পের ৪ লক্ষ ৮০ হাজার টাকা ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন পাম্পের দুই কর্মী। সেই সময় দু’টি বাইকে করে আসা পাঁচ জনের একটি দুষ্কৃতী দল তাদের চোখ লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেয়। চোখ জ্বলতে থাকায় পাম্প কর্মীরা বাইক দাংড় করিয়ে দেন। এর পরে দুষ্কৃতীরা বাইক থেকে নেমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা নিয়ে বিহারের দিকে পালায়। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” পুলিশ জানায়, এ দিনও ইসলামপুর থানার মাদারিপুর এলাকার একটি পাম্প থেকে টাকা নিয়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন পাম্পের দুই কর্মী মনোজ মল্লিক ও গলিরাম সিংহ। মনোজবাবু চালাচ্ছিলেন। পিছনে ব্যাগটি দু’জনের মাঝে রেখে ধরে বসেছিলেন গুলিরাম সিংহ। মাথায় হেলমেট ছিল না। ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর সংলগ্ন এলাকা থেকে দু’টি নম্বর প্লেটহীন বাইকে করে আসে পাঁচ জনের দলটি।

ত্রাণ তহবিলে দান ছিটমহলের
দুর্গাপুজো আয়োজনের খরচ বাঁচিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ হাজার টাকা দিলেন ছিটমহলের বাসিন্দারা। সোমবার ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির কর্তারা কোচবিহারের জেলাশাসকের দফতরের ওই টাকা জমা দেন। কমিটি জানিয়েছে, মেখলিগঞ্জ লাগোয়া বালাপুখুরি ছিটমহল এলাকার বাসিন্দারা এবারেও দুর্গাপুজোর আয়োজন করেন। পুজোয় প্রায় ১৫ হাজার টাকা চাঁদা ওঠে। তার থেকেই সাশ্রয় করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য দেওয়ার পরিকল্পনা পুজোর আগেই করা হয়েছিল। সেই মতো অষ্টমীর ভোগ এবং বিসর্জনের আয়োজনের খরচ থেকে ২ হাজার টাকা সাশ্রয় করেন বলে জানানো হয়েছে। ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “ওই সামান্য সাহায্যের মাধ্যমে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিগ বাজেটের সমস্ত পুজো কমিটিগুলিকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য দিতে এগিয়ে আসার বার্তাও আমরা দিতে চেয়েছি।”

কেএলও-র দাবি
কোচবিহার রাজবাড়িকে রক্ষা করতে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন তথা কেএলও বদ্ধপরিকর বলে সোমবার সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। কেএলও-র সহকারি সাধারণ সম্পাদক প্রাণনারায়ণ কোচ নামে পরিচয় দিয়ে সোমবার টেলিফোন করে ওই দাবি করা হয়। তিনি বলেন, “কোচবিহার রাজবাড়িতে হামলা চালানোর কোনও পরিকল্পনা কেএলওর নেই।” কোচবিহারের রাজবাড়িতেও কেএলওরা হামলা চালাতে পারে বলে সম্প্রতি গোয়েন্দারা খবর পেয়েছিলেন। সেই মতো রাজবাড়ির নিরাপত্তাও বাড়ানো হয়। তবে কেএলওর ওই দাবির বিষয়ে কিছু জানেন না বলে জেলা পুলিশের কর্তারা জানিয়েছেন। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “বিস্তারিত খোঁজ নিয়ে দেখা হবে।”

ধর্ষণ ও খুনে অভিযুক্তকে গ্রেফতারের দাবি, ক্ষোভ
হরিশ্চন্দ্রপুরের পিরোজপুরে ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত যুবককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপহরণের সাত দিন পরে রবিবার রাতে মরা মহানন্দা খালের জলে ভাসতে দেখা যায় ওই শিশুকন্যার দেহ। খালের ধারে একটি ক্যারিব্যাগে রাখা ছিল শিশুর জামা ও প্যান্ট। অপহরণের পর তাকে ধর্ষণ-খুন করে খালের জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। দেহ উদ্ধারের ২৪ ঘণ্টা পরেও অভিযুক্ত যুবক ধরা না পড়ায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। হরিশ্চন্দ্রপুর আইসি বাবিন মুখোপাধ্যায় বলেন, “অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। পরিবারের প্রত্যেকেই বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়েছে।” দুর্গা পুজোর নবমীর দিন সন্ধ্যায় মেলায় নিয়ে গিয়ে খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৪ বছরের ওই শিশুকন্যাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত পাশের গ্রামের এক যুবক। রবিবার মরা মহানন্দায় দেহটি ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দেহ উদ্ধার করতে গেলে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েছিল পুলিশ। স্থানীয় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাত অবধি খাল ঘিরে রাখেন এলাকার বাসিন্দারা।

নৌকা উল্টে মৃত বালক
জলসা শুনে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে মাঝ নদীতে সরকারি জল উত্তোলন প্রকল্পের বোট উল্টে তলিয়ে গিয়েছে এক বালক। মালদহের রতুয়ার ভাদো এলাকায় সরজু নদীতে সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে। খেয়া পারাপার বন্ধ হওয়ার পর ভোরে ওই বোটে অতিরিক্ত যাত্রী ওঠায় তা ডুবে যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ১১ বছর বয়সী ওই বালকের নাম আবদুল রহিম। বাড়ি ভাদোর বিহারী গ্রামে। রাতে বাহিরকাপ এলাকায় বাবা মহম্মদ ইসলামের সঙ্গে জলসা শুনতে যায় রহিম। ভোরে নৌকা না থাকায় নদীর জল উত্তোলক প্রকল্পের ওই বোটে ওঠে ৩৫ যাত্রী। মাঝপথে তা উল্টে গেলে প্রত্যেকেই পাড়ে উঠলেও ওই বালকের হদিস মেলেনি।

আগুনে জখম তিন
অগ্নিদগ্ধ শিশু। ছবি: বাপি মজুমদার।
মশারিতে কুপির আগুন লেগে পুড়ে জখন হয়েছে ২ মাসের শিশুকন্যা-সহ এক দম্পতি। রবিবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের কাটাবাড়ি গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, দুই মাসের শিশু বর্ষাকে বিছানায় শুইয়ে রাতের খাওয়ার খাচ্ছিলেন তার বাবা আনন্দ মালো ও মা স্বপ্না মালো। ওই সময় ঘরে আলমারির উপর রাখা কুপি বিছানায় পড়লে আগুন ধরে মশারিতে। শিশুটিকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন শিশুর বাবা-মা।

জাল নোট উদ্ধার
প্রায় ৬ লক্ষ টাকার জালনোট উদ্ধার করল বিএসএফ। সোমবার চরিঅনন্তপুর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ওই জাল টাকা উদ্ধার করা হয়। পরে বিএসএফের তরফে ওই টাকা কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, একটি সাদা প্যাকেটে ভরে কাঁটা তারের এ পারে ছুঁড়ে ফেলা হয় ওই জাল টাকা। জওয়ানদের দেখে এ পারের দুষ্কৃতীরা পালিয়ে যায়।

ধান খেতে দেহ
ধানখেত থেকে সদ্যোজাত এক শিশুপুত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মালদহের চাঁচলের পুরাতন দামাইপুরে সোমবার ভোরে একটি মাটির হাঁড়িতে ফেলে রাখা হয়েছিল ওই সদ্যোজাতের দেহ। প্রাতঃকৃত্য সারতে গিয়ে তা দেখতে পান স্থানীয় বাসিন্দা নফিলুদ্দিন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.