বাজেট বাড়ল রাসমেলার
ক্ষ্মীপুজোর পর্ব মিটতেই কোচবিহারে রাজ আমলের ঐতিহ্যবাহী রাসমেলার প্রস্তুতি শুরু করল জেলা প্রশাসন। রাস উপলক্ষে মদনমোহন বাড়ি সাজার পাশাপাশি নতুন দুটি তোরণ ও তথ্যচিত্র তৈরির পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে। দেবোত্তর ট্রাস্টের তরফে উৎসবের বাজেট বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
দেবোত্তর ট্রাস্ট সূত্রের খবর, এ বার রাস উৎসবের বাজেট ধরা হয়েছে ১১ লক্ষ ৮৯ হাজার ৯৭৩ টাকা। গতবছর ওই বাজেট ছিল সাড়ে ৯ লক্ষ টাকার মত। চলতি মাসের শেষ সপ্তাহে পুরসভা, বিদ্যুৎ বণ্টন কোম্পানি, পূর্ত, দমকল, পুলিশ, ভূমি ও ভূমি সংস্কার-সহ বিভিন্ন দফতরের কর্তাদের নিয়ে বৈঠক করবেন জেলা প্রশাসনের কর্তারা। কোচবিহারের জেলাশাসক তথা দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি মোহন গাঁধী বলেন, “ঐতিহ্যবাহী রাসমেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে পরিকল্পনা হচ্ছে। রাস উৎসবের বাজেট বাড়ানোর বিষয়টিও চূড়ান্ত হয়েছে। এ মাসেই সমস্ত দফতরের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হবে।”
সেজে উঠেছে মদনমোহন মন্দির চত্বর। ছবি: হিমাংশুরঞ্জন দেব।
এ বার রাসমেলার ২০১তম বছর। ১৬ নভেম্বর রাসমেলা শুরু হচ্ছে। ওই দিন রাত দশটায় মদনমোহন মন্দির চত্বরে রীতিমেনে রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করবেন ট্রাষ্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক। বোর্ডের তরফে মদনমোহন মন্দিরের মূল প্রবেশ তোরণের আদলে সেখানকার অন্য দুটি গেটেও তোরণ তৈরি করা হচ্ছে। মন্দিরের ভিতরে পুরানো ও ধর্মীয় কাহিনীর খন্ডচিত্র সাজানো পুতুল ঘরগুলি সংস্কার করা ছাড়াও পুরো মন্দির চত্বর নতুন করে রং করা হচ্ছে। রং হচ্ছে বিশালাকার পুতনা রাক্ষসীর মূর্তি। পাশাপাশি দেবোত্তরের অধীন কোচবিহার থেকে বেনারসে ছড়িয়ে থাকা বিভিন্ন মন্দিরের ছবি সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরতে তথ্যচিত্র তৈরি করা হবে। সদর মহকুমা শাসক তথা বোর্ডের সদস্য বিকাশ সাহা বলেন, “দেবোত্তরের অধীন মন্দির-সহ অন্য প্রতিষ্ঠানের ইতিহাস তুলে ধরতে ওই তথ্যচিত্র তৈরি করা হবে। রাসমেলায় আসা দর্শনার্থীরা ন্যূনতম মূল্যে তথ্যচিত্রের সিডি সংগ্রহ করতে পারবেন।” রাসমেলা চলবে ১৫ দিন। মেলা আয়োজনের দায়িত্ব সামলাবেন পুরসভা। পুরসভার তরফে জাঁকজমক করে মেলা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। মেলায় সার্কাস, নাগরদোলা, মৃত্যুকুপ, ট্রয়ট্রেন, চিত্রহার ছাড়াও রকমারি দোকান বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পুরসভার চেয়ারম্যান বীরেন কুণ্ডু বলেন, “রাসমেলার সঙ্গে কোচবিহারের বাসিন্দাদের বাড়তি আবেগ জড়িয়ে। সে কথা মাথায় রেখেই এ বার আরও বেশি জমকালো মেলা আয়োজনের চেষ্টা করা হচ্ছে।”
কোচবিহারের রাজাদের কুলদেবতা মদনমোহন দেবের মেলা রাস উৎসব ঘিরে প্রতি বছর ওই মেলা বসে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.