এক মাসেও খোঁজ মেলেনি গাড়িচালকের |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
|
নিখোঁজ হওয়ার একমাস পরেও খোঁজ মেলেনি শান্তিনগরের গাড়ি চালক সুনীল দাসের। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনারের দ্বারস্থ হলেন নিখোঁজের স্ত্রী ও মা। সোমবার কমিশনার জয়রামনের সঙ্গে দেখা করেন তাঁরা। তাঁদের আশঙ্কা সুনীলবাবুকে অপহরণ করা হয়েছে। সেই আশঙ্কার কথা জানিয়েছেন কমিশনারকেও। যদিও কেন তাঁদের এই ভাবনা তার কোনও কারণ তাঁরা স্পষ্ট করতে পারেননি। কারণ কোনও ফোন বা এসএমএসও পাননি। তবে গাড়ি অপহরণের লোভে কেউ খুন করে থাকতে পারে বলে মনে করছেন স্ত্রী শিপ্রা দাস। পুলিশ কমিশনার বলেন, “আগে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল। আজকে ওঁদের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পেরেছি। ওঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে একটি অপহরণের মামলা করে তদন্তের নির্দেশ দিয়েছি।”
গত ৫ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বেরোনোর সময় পূর্ণিয়া যাবেন বলে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন সুনীলবাবু। তারপর শেষবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মোবাইলে যোগাযোগ হয়। তখন কিসানগঞ্জে রয়েছেন বলে জানান। এরপর থেকে মোবাইল বন্ধ। একবারের জন্যও যোগাযোগ হয়নি। অনেক খোঁজ করছেন। নিজের ভাই বিশালকে কিশনগঞ্জ, পূর্ণিয়ায় পাঠিয়েছেন। সেখানকার বিভিন্ন হোটেল, হাসপাতাল, নার্সিংহোমে তন্নতন্ন করে খুঁজেছেন। সম্ভাব্য সমস্ত আত্মীয়ের বাড়িতে খোঁজা হয়েছে বলে জানিয়েছেন সুনীলবাবুর স্ত্রী শিপ্রা দাস। এরপরে ৮ তারিখ নিরুপায় হয়ে নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন তাঁরা। তারপরে অনেকবার থানা পুলিশ করেও লাভ হয়নি। শেষ পর্যন্ত কমিশনারের দ্বারস্থ হয়েছেন। শিপ্রাদেবীর এখন ইচ্ছে যা হোক একটা খোঁজ পাওয়া চাই। তিনি বলেন, “মনকে বেঁধে নিয়েছি। আড়াই বছরের মেয়ে নিয়ে কোথায় যাব,কি করব বুঝতে পারছি না।” |