টুকরো খবর
ছিঁড়ে পড়া তার ধরে মৃত ২ বালক
বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে পড়া তার ধরে খেলতে গিয়ে মারা গেল দুই বালক। সোমবার এই দুর্ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার থানার সাহেবপোতায়। শিশু দুটিকে কোচবিহার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তাদের নাম পিটন বর্মন (১০) ও মিঠুন বর্মন (৮)। বিদ্যুৎ বণ্টন কোম্পানির আলিপুরদুয়ার ডিভিশনের ম্যানেজার সৌমেন দাস বলেন, “কী ভাবে তার ছিঁড়ে পড়ল তা দেখা হচ্ছে।” স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকালে পিটন ও জেঠতুতো ভাই মিঠুন বন্ধুদের সঙ্গে খেলার জন্য পাশেই এক বাসিন্দার বাড়িতে যায়। বাঁশঝাড়ের পাশে তারা খেলছিল। হঠাৎ বাড়ির বাইরের বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে। তাদের অন্য বন্ধুরা ভয়ে সরে গেলেও ওই দু’জন তারটি ধরে সরিয়ে দিতে যায়। তাতেই দুই জন তড়িদাহত হয়। স্থানীয় বাসিন্দা দীপা বর্মন বলেন, “মাস দশেক আগেই ওই বিদ্যুতের খুঁটিটি বসানো হয়। আওয়াজ পেয়ে বাড়ির বাইরে এসে দেখি দুই জন তারের পাশে পড়ে।” পিটনের বাবা সুরেশ বর্মন বলেন, “আমি জলের কলের কাজে বাইরে গিয়েছিলাম। খবর পেয়ে আসি। কী ভাবে ঘটনাটা ঘটল কিছুই বুঝতে পারছি না।”

প্রতারণার নালিশ
বাড়ির নির্মাণ কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে শিলিগুড়ির চিকিৎসকের বিরুদ্ধে। মাটিগাড়া থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে কাজ করিয়ে টাকা না দেওয়া, প্রতারণা এবং ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছেন ওই ঠিকাদার। উত্তরায়ণ উপনগরীতে ওই চিকিৎসক বাড়ি তৈরি করেছেন। ঠিকাদারের অভিযোগ, নির্মাণ কাজ, বাড়ির মেঝের জন্য ১ লক্ষ টাকা দেওয়ার কথা ঠিক হয়েছিল। কাজ করা হলেও সেই মতো টাকা দেওয়া হয়নি। উল্টে টাকা চাইতে গেলে ভয় দেখানো হচ্ছে। চিকিৎসক মলয় চক্রবর্তী বলেন, “অভিযোগ ঠিক নয়। যাঁরা নির্মাণ করছিলেন তাঁরা কাজ অসমাপ্ত ফেলে রেখেছেন। বাধ্য হয়ে অন্যকে দিয়ে কাজ করাতে হচ্ছে।” শিলিগুড়ি পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আধিকারিকেরা ওই চিকিৎসকের বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করেছেন।

দল বেধে তৃণমূলে
কার্শিয়াং থেকে সংখ্যা লঘু সম্প্রদায়ের অঞ্জুমানে ইসলামিয়া সংগঠনের ১০ জন কর্মকর্তা তৃণমূলে যোগ দিলেন। রবিবার তারা শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেবের সঙ্গে কথা বলে তৃণমূলে যোগ দেওয়ার কথা জানিয়েছে।

বামেদের ত্রাণ সংগ্রহ
রাজ্যের বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের জন্য ত্রান সংগ্রহ করল ডিওয়াইএফ এবং এসএফআই। সোমবার জলপাইগুড়ির দিনবাজার, বেগুনটারি এলাকায় সিপিএমের ছাত্র-যুব সংগঠনের তরফে ত্রান সংগ্রহ করা হয়। দলীয় সূত্রে জানানো হয়েছে, এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। ডিওয়াইএফের সদর জোনাল কমিটির সম্পাদক দীপশুভ্র সান্যাল বলেন, “এ সপ্তাহ জুড়ে ত্রান সংগ্রহ চলবে।”

মোটরবাইক উদ্ধার
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভিতর থেকে উদ্ধার করা হল একটি মোটর বাইক। রবিবার বিকালে জঙ্গলে টহল দিতে গিয়ে বন দফতরের কর্মীরা ওই মোটর বাইকটি দেখতে পান। সোমবার কালচিনি থানার পুলিশ জানিয়েছে, পশ্চিম দমনপুর রেঞ্জের পরোবিটের জঙ্গলে ওই মোটর বাইক পাওয়া গিয়েছে। দুষ্কৃতীরা বাইকটির ইঞ্জিন, চেন ও বাক্স খুলে নিয়েছে।

অস্ত্রে জখম দম্পতি
চুরি করতে গিয়ে ধরা পড়ায় এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে এক দুষ্কৃতী। সোমবার ভোরে ঘটনাটি ঘটে জয়গাঁর দেওকোটাটোল এলাকায়। দম্পতিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সাগর বিশ্বকর্মা নামের এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বাড়ি ত্রিবেনীটোল এলাকায়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.