পঞ্চায়েত সমিতি দখল করতে তৎপর তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
|
খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির নির্বাচিত ৭ সদস্যকে দলে টেনে তা দখল করতে তৎপর হল তৃণমূল। সোমবার কংগ্রেসের ৪ জন এবং সিপিএমের ৩ জন সদস্য তৃণমূলে যোগদান করেন। এ দিনই তারা বামেদের দখলে থাকা ওই পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। মহকুমাশাসকের কাছে অনাস্থা পেশ করেন। বামেদের দখলে থাকা ১১ সদস্যের ওই পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে তাঁদের অভিযোগ, সভাপতি ও সহকারি সভাপতি কোনও কাজ করেননি। বাসিন্দাদের মধ্যেও তা নিয়ে ক্ষোভ রয়েছে। এলাকার উন্নয়ন এবং বাসিন্দাদের স্বার্থে কাজ করতেই তৃণমূলে যোগদান করেছেন তাঁরা। |
সোমবার শিলিগুড়ি পুরসভায় চেয়ারম্যান নির্বাচিত হন তৃণমূল প্রার্থী অরিন্দম মিত্র। তাঁকে ফুল
দিয়ে অভিনন্দন জানাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। সোমবার তোলা নিজস্ব চিত্র। |
প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের অভিযোগ, নির্বাচনে কোনও আসন না পেয়েও অন্য দলের সদস্যদের দলে সামিল করে এ ভাবে পঞ্চায়েত সমিতি, মহকুমা পরিষদ দখল করা অনৈতিক। জোর করে ক্ষমতা দখল করতে চাইছে তৃণমূল। তিনি বলেন, “রাজ্যে তৃণমূল ছাড়া অন্য কোনও দল কোথাও কিছু করবে না এমনটাই চাইছে তারা। যা গণতন্ত্রের পক্ষে খারাপ। এই অনৈতিক কাজের জবাব মানুষ দেবেন। ক্ষমতা থাকলে তারা নির্বাচনে জিতে ক্ষমতায় আসুক। অন্যের দল ভাঙিয়ে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে একের পর এক অনৈতিক কাজ করছেন।” দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি (সমতল) শঙ্কর মালাকার বলেন, “জোর করে পঞ্চায়েত সমিতিগুলি দখল করে নিয়েছে তৃণমূল। দখলের রাজনীতি, কেনাবেচার রাজনীতি মানুষ মেনে নেবে না। আগামী নির্বাচনে সাধারণ মানুষ এর জবাব দেবেন।” তবে এই অভিযোগ মানতে নারাজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “সকলেই উন্নয়নের জন্যই আমাদের দলে আসতে চাইছে। আমরা কাউকে দল ভাঙিয়ে নিয়ে আসিনি। সকলেই নিজের ইচ্ছাতেই আসছেন।”
মহকুমা পরিষদ-সহ ৩টি পঞ্চায়েত সমিতিই এখন তৃণমূলের দখলে। মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতি আগেই দখলে নিয়েছিল তৃণমূল। এ বার খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি দখল নিতে তৎপর হয়েছেন তারা। খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য পদে থাকা মহেশ সিংহ বলেন, “দীর্ঘ চার বছরে কোন কাজ হয়নি আমাদের এলাকায়। বাসিন্দাদের কাছে আমাদের জবাব দিতে হয়। এই পরিস্থিতিতে উন্নয়নের কথা ভেবেই আমরা তৃণমূলে এসেছি।” তার মধ্যে একজন মারা যাওয়ায় বর্তমানে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১০। কংগ্রেস থেকে যারা যোগ দিয়েছেন তাঁরা হলেন মহেশ সিংহ, জয়া সিংহ, মীনা বর্মন, ব্রিতু মুণ্ডা। বামেদের থেকে এসেছেন বাসুদেব রায়, শ্রীধর শিকদার, শ্রীদ্রুশ বেগ। খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রয়েছেন সিপিএমের পাবর্তী সিংহ। সহ-সভাপতি ফরওয়ার্ড ব্লকের শান্তি শোরেন। |