ধর্ষণের চেষ্টার মামলায় পুলিশের ভূমিকায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নার্সিংহোমে চিকিৎসাধীন এক তরুণীকে ধর্ষণের চেষ্টার মামলায় পুলিশের ভূমিকার প্রতিবাদে সোমবার প্রায় দিনভর উত্তাল রইল শিলিগুড়ি।
পুলিশের বিরুদ্ধে তদন্তে ‘ঢিলেমি’র অভিযোগে এ দিন সকাল থেকে ব্যবসা বন্ধ এবং সেবক রোডে অবরোধ হয়। দল বেঁধে কয়েকশো মহিলা রাস্তায় নেমে প্রতিবাদ করেন, বিক্ষোভ হয় পুলিশ কমিশনারের অফিসে। শেষ পর্যন্ত ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত চিকিৎসক সুজন প্রধানকে পুলিশ গ্রেফতার করে। পরে আদালতে হাজির করানো হলে বিচারক ওই চিকিৎসককে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পথ অবরোধ করার জন্য কংগ্রেসের একাধিক নেতা-সহ ১৪ জনকে পুলিশ গ্রেফতার করে, পরে জামিনে ছেড়ে দেয়। |
শিলিগুড়ি আদালতে ধৃত চিকিৎসক সুজন প্রধান। সোমবার। |
শিলিগুড়ির পুলিশ কমিশনার কে জয়রামন অবশ্য বলেন, “গড়িমসির ব্যাপার নেই। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছিলাম। ওই চিকিৎসককে জেরার পরে গ্রেফতার করা হয়েছে।” তবে সোমবার বিকেল পর্যন্ত অভিযোগকারিণী তরুণীর কোনও ডাক্তারি পরীক্ষা না হওয়ায় ক্ষোভ রয়েছে এলাকাবাসীর একাংশের। আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়িতে থাকার কথা। পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন অনেকে।
ওই তরুণীর বাড়ি শহরেই। শনিবার গভীর রাতে মাটিগাড়ার এক নার্সিংহোমে তাঁর উপরে ‘অত্যাচার’ করা হয় বলে অভিযোগ। মেয়েটির বাড়ির লোকের দাবি, কোথায় অভিযোগ নেওয়া হবে তা নিয়ে পুলিশ তাঁদের ‘ঘোরায়’। অভিযোগ নিতে ‘গড়িমসি’ও করা হয়। পরে অবশ্য মাটিগাড়া থানা অভিযোগ জমা নেয়। ঘটনার জেরে এ দিন সকালে প্রথমে শহরের খালপাড়া, নয়াবাজার এলাকায় দোকানপাট বন্ধ করে দেন এক দল স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী। তাঁদের সঙ্গে কংগ্রেস নেতানেত্রীরাও ছিলেন। এর পরে শহর জুড়ে এক দল যুবক অটো নিয়ে প্রচার শুরু করে। তাতে ওই চিকিৎসকের গ্রেফতারের দাবি জানিয়ে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে দেওয়ার অনুরোধ করা হয়। হিলকার্ট রোড এবং সেবক দোকানপাট বন্ধ করাতে যুব কংগ্রেসের কর্মীরাও ছাড়াও সিপিএম নেতাদেরও দেখা যায়। গোটা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ সেবক মোড় অবরোধ করে রাখা হয়। এডিসিপি কে সাবারি রাজকুমার ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করেন। তাতে কাজ না হওয়ায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। দুপুরে মহিলারা কমিশনারেটে গিয়ে বিক্ষোভও দেখান। |
ছবিগুলি তুলেছেন বিশ্বরূপ বসাক। |