প্রতিবেশীদের মারধর, ধৃত বাবা-ছেলে
নিজস্ব সংবাদদাতা • নামখানা |
প্রতিবেশীদের মারধরের অভিযোগে বাবা-ছেলেকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে নামখানার মন্দিরবাঁধ গ্রামের ঘটনা। ধৃতদের নাম বাদল দাস এবং উজ্জ্বল দাস। বাড়ি ওই গ্রামেই। উজ্জ্বল দাস সম্পর্কে বাদল দাসের ছেলে। দু’জনেই সেনাবাহিনীতে চাকরি করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে বাদলবাবু মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার আগে এক প্রতিবেশীর বাড়ির সামনে দাঁড়িয়ে গালিগালাজ করছিলেন। কয়েকজন প্রতিবাদ করে। সেই সময় বাড়ি থেকে বেরিয়ে আসে দিলীপবাবুর ছেলে উজ্জ্বল। এরপর বাবা এবং ছেলে দু’জনেই মারপিট শুরু করে প্রতিবেশীদের সঙ্গে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এলে তাদেরও মারধর করে বাবা ও ছেলে। পরে পুলিশ দু’জনকেই গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীতে চাকরি করে বলে মাঝেমধ্যেই প্রতিবেশীদের নানা কারণে হুমকি দিত বাবা-ছেলে। কিন্তু সাহস করে থানায় অভিযোগ জানাননি কেউ। দু’জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, প্রতিবেশীদের মারধর, খুনের চেষ্টা-সহ গ্রামবাসী সোমা করণের অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার কাকদ্বীপ আদালতে তোলা হলে ধৃতদের ২৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
|
নিজের ঘরেই মিলল নিখোঁজের দেহ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হল তাঁরই ঘর থেকে। সোমবার সন্ধ্যায় বসিরহাটের ইটিন্ডার পূর্বপাড়ার বাসিন্দা ফারুক গাজি (২৫) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পেশায় ভানচালক ফারুক স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় বর্তমানে তিনি বাপের বাড়িতে থাকায় বাড়িতে একাই ছিলেন ফারুক। গত ১৭ অক্টোবর বিকেল থেকে তাঁরা ফারুককে আর দেখেননি বলে জানিয়েছেন প্রতিবেশীরা। তাঁদের বক্তব্য, তাঁকে না দেখতে পেয়ে তাঁরা ভেবেছিলেন হয়তো শ্বশুরবাড়িতে গিয়েছে। কিন্তু এ দিন দুপুর থেকে ফারুক যে ঘরে থাকত তা থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। সন্দেহ হওয়ায় বাসিন্দারা থানায় খবর দেন।
|
বেআইনি মদ আটক, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • গোসাবা |
অভিযান চালিয়ে গোসাবার ছোটমোল্লাখালির ১১ নম্বর রজতজুবিলি এলাকা থেকে বেশ কিছু বেআইনি দেশি বিদেশি মদ উদ্ধার করল সুন্দরবন কোস্টাল থানা। তারাপদ মণ্ডল নামে এক জনকে মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১৫০ বোতল বেআইনি মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সুন্দরবনে পর্যটনের মরসুম শুরু হয়েছে। এই সময়ে যাতে পর্যটকেরা মদ্যপ অবস্থায় নদীতে যেতে না পারেন, তার জন্য বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে। বেআইনি মদের বিরুদ্ধেও অভিযান চলছে। |