ওজিল বনাম রয়েস। মেসি বনাম কাকা। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের মহারণের আর এক রোমাঞ্চকর পর্বে মুখোমুখি ফুটবলবিশ্বের মহাতারকারা। একদিকে সান সিরোয় এসি মিলানের সামনে মেসি-নেইমারের বার্সেলোনার চ্যালেঞ্জ, অন্যদিকে ওজিল-উইলশেয়ারের আর্সেনালের সামনে রয়েস-লেওয়ানদস্কির বরুসিয়া ডর্টমুন্ড।
ইদানীং বার্সেলোনা-এসি মিলান ম্যাচ নিয়মিত এক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে সমর্থকদের জন্য। গত বছর চ্যাম্পিয়ন্স লিগে মোট চার বার সাক্ষাৎ হয় বার্সেলোনা ও এসি মিলানের। দুটো গ্রুপ ম্যাচ ছাড়াও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইউরোপের দুই ‘হেভিওয়েট’ ক্লাব। এ বার ম্যাচের আগেই আবার চোটের সমস্যায় ভুগছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল। যে তালিকায় রয়েছেন দলের তারকা স্ট্রাইকার মারিও বালোতেলিও। গত মঙ্গলবার ইতালির জার্সিতে হয়ে গোল করে দুরন্ত ফর্মে থাকার ইঙ্গিত দিলেও, উরুর চোটে এই ম্যাচে অনিশ্চিত ফুটবলবিশ্বের ‘ব্যাড বয়’। এছাড়াও চোটের তালিকায় রয়েছেন জিয়ামপাওলো পাজ্জিনি (হাঁটু), এল শারাওয়ে (পায়ের পাতা)। মিলানের কোচ মাসিমিলিয়ানো বলেন, “অনেক ভাল ফুটবলাররা দেশের জার্সি গায়ে নামতে পারবে না। বার্সেলোনার বিরুদ্ধে খেলা খুব কঠিন হবে। তবে কোনও কিছুই অসম্ভব নয়।”
চোটের কারণে অনেক তারকারা না খেলতে পারলেও, ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে এসি মিলানের কালো ঘোড়া কিন্তু ব্রাজিলের হারিয়ে যাওয়া তারকা কাকা। যিনি রিয়াল মাদ্রিদে সফল না হলেও, অনেক বিশেষজ্ঞদের মতে এখনও ফুরিয়ে যাননি তিনি। পাশাপাশি বার্সেলোনার চোখের মণি লিওনেল মেসি ফিরতে চলেছেন এই ম্যাচে। চোটের কারণে সেল্টিক ম্যাচ খেলতে না পারলেও শনিবার রাতে লা লিগা ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে পরিবর্তে নামেন মেসি। মিলান দল দুর্বল হলেও, ইতালি রওনা হওয়ার আগে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর অ্যান্টনি জুবিজারেত্তা বলেন, “মিলান ঐতিহাসিক দল। ওরা জানে বড় ম্যাচে কী ভাবে জিততে হয়।” দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ছাড়াও অবশ্য ম্যাচের আর একটা ‘ইউএসপি’ রয়েছে। ম্যাচের রেফারি। ‘ভুতুড়ে গোল’ বিতর্কে ফেলিক্স ব্রিচের ওপরেই দায়িত্ব ছিল ম্যাচ পরিচালনার। যিনি এই ম্যাচেও বাঁশি হাতে থাকবেন। পাশাপাশি মেসুট ওজিলদের সামনে আবার বরুসিয়ার তরুণ তারকারা। প্রথম দুটো ম্যাচ জিতে এমনিতেই গ্রুপশীর্ষে আর্সেনাল। তার উপরে প্রিমিয়ার লিগে নরউইচ সিটির সঙ্গে ৪-১ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে ওজিলদের। |