শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথম ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে ভদ্রকালী-কোতরং যুব সঙ্ঘ (বিকেজেএস)। রানার্স দেবাইপুকুর স্পোর্টিং। তৃতীয় স্থান অধিকার করেছে বান্ধব সমিতি। সম্প্রতি শেষ হয়েছে ওই লিগ। আগামী মরসুমে তিন দলই সুপার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করল।
মহকুমা ক্রীড়া সংস্থার কর্তারা জানান, প্রথম ডিভিশনে ২৮টি দলকে চারটি বিভাগে ভাগ করে প্রথমে লিগ পদ্ধতিতে খেলা হয়। প্রতি বিভাগ থেকে প্রথম দু’টি দল নক-আউট পর্যায়ে ওঠে। কোয়ার্টার ফাইনালে বান্ধব সমিতি নিউ অ্যাথলেটিক ক্লাবকে, বিকেজেএস দি রিষড়া ক্লাবকে, দেবাইপুকুর স্পোর্টিং বিএ ক্লাবকে এবং কুমুদ স্মৃতি সঙ্ঘ ইউএসসি-কে হারায়। সেমিফাইনালে বিকেজেএস ৪-০ গোলে বান্ধব সমিতিকে উড়িয়ে দেয়। অপর সেমিফাইনালে দেবাইপুকুর এবং কুমুদ স্মৃতি সঙ্ঘের লড়াই টাইব্রেকার পর্যন্ত গড়ায়। দেবাইপুকুর ৫-৪ গোলে জেতে। চাঁপদানির ইন্দিরা ময়দানে ফাইনালে অবশ্য বিকেজিএসের সামনে দাঁড়াতে পারেননি দেবাইপুকুরের খেলোয়াড়রা। বিকেজিএস ৩-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়। তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে বান্ধব সমিতি ৩-১ গোলে হারায় কুমুদ স্মৃতি সঙ্ঘকে।
অন্য দিকে, সুপার ডিভিশনের গ্রুপ লিগের খেলা শেষ হয়ে গিয়েছে। ১৭টি দলকে দু’টি গ্রুপে ভাগ করে লিগ পর্যায়ের খেলা হয়। |