ধনেখালির মৃত্যুতে জেরা পুলিশকে
নিজস্ব সংবাদদাতা • ধনেখালি |
ধনেখালির তৃণমূল নেতা কাজি নাসিরুদ্দিনের মৃত্যুর তদন্তে সিবিআই এ বার পুলিশকর্মীদের জেরা করল। সিবিআই সূত্রের খবর, সোমবার ধনেখালিতে জেলা পরিষদের বাংলোয় থানার তিন পুলিশকর্মীকে ডেকে পাঠায় তারা। দুপুর ২টো থেকে সাড়ে ৩ ঘণ্টা ধরে তাঁদের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। রবিবার ধনেখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ ওরফে পটলকে সল্টলেকে ডেকে পাঠিয়ে জেরা করা হয়। এর আগে নিহতের স্ত্রী-সহ অন্য কয়েক জনকে জেরা করেছিলেন তাঁরা। চলতি বছরের ১৮ জানুয়ারি ধনেখালি থানার হেফাজতে নাসিরুদ্দিন ওরফে নাসুর মৃত্যু হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের অঙ্গুলিহেলনে এবং থানার ওসি বরুণ ঘোষের নির্দেশে পুলিশ তাঁকে পিটিয়ে খুন করেছে। ওই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে তোলপাড় শুরু হয়। যদিও তৃণমূল নেতৃত্ব আগাগোড়াই দলের বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।
|
দুই বাসের সংঘর্ষে আহত তিন জন
নিজস্ব সংবাদদাতা • আমতা |
দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিন জন। সোমবার সকালে আমতার বসন্তপুর আলতোড়ার কাছে আমতা-মুন্সিরহাট রোডে এই দুর্ঘটনাটি ঘটে। এ দিন সকাল সাতটা নাগাদ ধর্মতলা-উদয়নারায়ণপুর একটি সিটিসি বাস উদয়নারায়ণপুরের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা উদয়নারায়ণপুর থেকে করুণাময়ী যাচ্ছিল আরও একটি বেসরকারি বাস। সংঘর্ষে দুই চালক সহ এক যাত্রী আহত হন। ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। দুই বাসের চালক দু’জনকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন। জখম হয়েছেন পাঁচজন। সোমবার ভোরে বাগনান নবাসনে মুম্বই রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম প্রদীপ কর (৪৮)। বাড়ি বাগনানের বাইনানে। এ দিন থেকে বাড়ি থেকে অটো করে কোলাঘাটে ফুল আনতে যাচ্ছিলেন সাত জন যাত্রী। নবাসনে পিছন থেকে একটি লরি এসে অটোটিকে ধাক্কা মারে। অটোটি উল্টে যায়। |