নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, জখম ৯
নিজস্ব সংবাদদাতা |
বেপরোয়া ভাবে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল হাওড়া-মেটিয়াবুরুজ রুটের একটি মিনিবাস। সোমবার বিকেলে, খিদিরপুর সার্কুলার গার্ডেনরিচ রোডের উড়ালপুলে। ১ মহিলা-সহ ৯ যাত্রী জখম হয়েছেন। পুলিশ জানায়, বাসটি আচমকা ব্রিজের উপরে উল্টে যায়। বাসটির গেট আটকে যাওয়ায় যাত্রীরা ভিতরেই থেকে যান। |
খিদিরপুর সেতুর উপরে উল্টে যায় এই মিনিবাসটি। সোমবার। ছবি: শুভাশিস ভট্টাচার্য। |
স্থানীয় বাসিন্দা সায়নী গুপ্ত জানান, বিকট শব্দে বাসটি উল্টে যাওয়ায় যাত্রীরা চিৎকার শুরু করেন। খবর যায় ওয়াটগঞ্জ থানায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যে যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। এক জনের পায়ের চোট গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। ডিসি পোর্ট ভি সলোমন নেশাকুমার জানান, খারাপ রাস্তায় বাসটির গতি খুব বেশি থাকায় সেটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। বাসটির ডান দিকের একটি চাকাও খারাপ ছিল। চালক ও খালাসি পলাতক। দুর্ঘটনার জেরে এ দিন ঘণ্টাখানেকের জন্য ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। স্থানীয়দের অভিযোগ, ওই উড়ালপুলের উপরে পিচ উঠে অবস্থা খারাপ। প্রায়ই দুর্ঘটনা ঘটে।
|
পুজোর ছুটির সুযোগে এ বারও শহরে অবৈধ নির্মাণ জারি রইল। ছুটিতে পুরসভার কন্ট্রোল-রুমে বিল্ডিং বিভাগের কর্মীদের হাজির রেখেও তা ঠেকানো যায়নি। সোমবার পুর-কর্তারা জানান, ১১ থেকে ১৮ অক্টোবর ছুটি থাকাকালীন শহরের ১২টি জায়গায় অবৈধ নির্মাণ পুরসভার নজরে আসে। সেগুলি নথিভুক্ত করা হয়েছে বিল্ডিং বিভাগে। পুরসভা সূত্রের খবর, বেশি অভিযোগ মিলেছে ৫ নম্বর বরো এলাকা থেকে। অধিকাংশ অভিযোগই পুরসভা অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত নির্মাণ। বিল্ডিং বিভাগের ডিজি অনিন্দ্য কারফর্মা জানান, অভিযোগ খতিয়ে দেখে এ দিন পর্যন্ত ৮টি বাড়ির মালিককে নোটিস পাঠানো হয়। দু’টি ঘটনায় বাড়িমালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বাকিগুলোয় পুর-আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
|
সিআইএসএফ ইনস্পেক্টর গুরুপদ সীট খুনে অভিযুক্ত কনস্টেবল নীলকান্ত বেহরাকে সাসপেন্ড করলেন সিআইএসএফ কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে সোমবার জানিয়েছে সিআইএসএফ। শনিবার গার্ডেনরিচ থানার রামনগর সিআইএসএফ ক্যাম্পে ইনস্পেক্টর গুরুপদ সীটকে গুলি করেন নীলকান্ত বেহরা। পরে খুনের কথা স্বীকারও করে সে। গ্রেফতারের পরে রবিবার আদালতে তোলা হলে ২ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ হয় তার। ময়না-তদন্তের পরে পুলিশ জানায়, ঘুমের মধ্যে ওই ইনস্পেক্টরকে লক্ষ্য করে গুলি করে কনস্টেবল। পুলিশ জানায়, নীলকান্তকে জিজ্ঞাসাবাদ করা হলেও, সে বিশেষ কিছু জানায়নি।
পুরনো খবর: সহকর্মীর গুলিতে খুন সাব-ইনস্পেক্টর
|
প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রয়াত |
দমদমের প্রাক্তন কংগ্রেস সাংসদ আশুতোষ লাহা রবিবার প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানান, আজ, মঙ্গলবার শেষকৃত্যের আগে আশুতোষবাবুর মরদেহ দলের প্রদেশ দফতরে আনা হবে। সেখানে কংগ্রেস নেতৃত্ব তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। ১৯৮৪ সালের ভোটে দমদম লোকসভা কেন্দ্র থেকে জিতে আলোড়ন ফেলে দিয়েছিলেন আশুতোষবাবু। তাঁর স্ত্রী ও দুই কন্যা বর্তমান।
|
আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও সঙ্ঘগুরু আনন্দমূর্তি-র প্রয়াণ দিবস পালিত হল তিলজলার আনন্দমার্গ আশ্রমে। সোমবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় হাজারেরও বেশি ভক্ত। এই উপলক্ষে সঙ্ঘের অধ্যক্ষ কিংশুকরঞ্জন সরকার আনন্দমূর্তি-র প্রতিকৃতিতে মালা দেন।
|
আবাসনের দোতলা থেকে আগুন বেরোতে দেখে আতঙ্কিত হন বাসিন্দারা। সোমবার, শ্যামপুকুরে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলেকর্তাদের অনুমান, রান্নার গ্যাস লিক করে বিপত্তি।
|
ঘর থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার, ট্যাংরায়। মৃতের নাম অঞ্জু ঢালি। কোনও সুইসাইড নোট মেলেনি। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। |