দুষ্কৃতীদের ছোড়া অ্যাসিডে মুখ ও হাতের কিছু অংশ পুড়ে গেল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এয়ারপোর্ট থানা এলাকায় পশ্চিম বেড়াবেড়িতে।
পুলিশ জানায়, নবম শ্রেণীর ওই কিশোরী ঘরে আলনার সামনে দাঁড়িয়ে জামাকাপড় গোছাচ্ছিল। অভিযোগ, সেই সময়ে হঠাৎ জানলার বাইরে থেকে কেউ তার দিকে অ্যাসিড বাল্ব ছোড়ে। হাত দিয়ে আটকাতে গেলে বাল্বটি ফেটে গিয়ে তার হাত ও মুখে ছিটকে আসে অ্যাসিড। এর জেরে তার মুখের বাঁদিকের একাংশ, গলা ও হাতের কিছু অংশ পুড়ে যায়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় তাকে।
ওই কিশোরীর মা জানান, চিৎকার শুনে ঘরে এসে তিনি দেখেন মেঝেতে অ্যাসিড ছড়ানো, মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। সোমবার সকালে ওই কিশোরীর পরিবারের লোকজন এয়ারপোর্ট থানা এলাকার নারায়ণপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সন্ধ্যাবেলা ঘরে অ্যাসিড বাল্ব ছুড়ে মারার মতো ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসীরা। তবে ওই কিশোরীর পরিচিত কেউ এ কাজ করেছে কিনা এ ব্যপারে নিশ্চিত ভাবে কিছু বলতে পারেননি তার পরিবার। মেয়েটি পুলিশকে জানিয়েছে, অন্ধকার থাকায় কারও মুখ দেখতে পায়নি সে। শুধু হাতই দেখতে পেয়েছে। তার কয়েকজন প্রতিবেশী পুলিশকে জানান, ঘটনার পরে মেয়েটি যখন চিৎকার করছিল তখন দু’জন যুবককে পালিয়ে যেতে দেখেন তাঁরা। বিধাননগর কমিশনারেটের এক পুলিশকর্তা জানান, সাধারণ মানুষের যথেষ্টই নিরাপত্তা রয়েছে। পুলিশের জিপ সব সময় টহল দেয়। তবে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। ওই পরিবার দুই সন্দেহভাজন যুবকের নাম জানিয়েছে। কিশোরী ও তার পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
|