সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
পেট্রোপণ্য ও মদকে নয়া পণ্য-পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থার আওতায় আনার প্রস্তাবের বিরোধিতা করেছে বেশির ভাগ রাজ্য। তাদের আশঙ্কা, কর বসানোর ক্ষেত্রে রাজ্যের হাত থেকে এগুলি জিএসটি-র অধীনে এলে তারা বিপুল পরিমাণ রাজস্ব হারাবে। প্রবেশ করকে জিএসটি-র অন্তর্গত করার প্রস্তাব নিয়েও আপত্তি তুলেছে অনেক রাজ্য।
বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গড়া ভারপ্রাপ্ত কমিটির বৈঠকে সোমবার এই প্রসঙ্গ ওঠে। পরোক্ষ কর ব্যবস্থাটি চালু করতে সংবিধান সংশোধনী বিলের খসড়া নিয়েও কথা বলেন তাঁরা।
পেট্রোপণ্য, মদকে জিএসটি-র মধ্যে রাখার প্রস্তাব কেন্দ্রের। কিন্তু অধিকাংশ রাজ্য চায় এখনকার মতো সেগুলিতে কর বসানোর অধিকার নিজেদের হাতেই রাখতে। যাতে রাজস্ব আয়ের পথ খোলা থাকে। দায়িত্বপ্রাপ্ত কমিটির চেয়ারম্যান তথা জম্মু-কাশ্মীরের অর্থমন্ত্রী এ আর রাঠের বৈঠকের পর এ কথা জানান। তবে তিনি রাজ্যগুলির নাম উল্লেখ করেননি। তিনি বলেন, নভেম্বরের বৈঠকে আলোচনা শেষ হওয়ার কথা। অন্য দিকে, ব্যবস্থাটি চালু করা নিয়ে রাঠের বলেন, সময়সীমা জানানো অসম্ভব। কারণ, সংবিধান সংশোধনী বিল সংসদে পাশ করাতে দুই-তৃতীয়াংশ সাংসদের সম্মতি চাই। এখন সরকারের পক্ষে তা জোগাড় করা শক্ত। |