টুকরো খবর
নভেম্বরে ইকো-ফেস্ট
নভেম্বর মাসে হতে চলছে সেন্ট্রাল ডুয়ার্স ‘ইকো-ফেস্ট’। কালচিনিতে ডুয়ার্স সংগ্রহশালায় এক বৈঠকের পরে সোমবার ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম-এর সদস্যরা। ওই সময় জঙ্গল ছাড়াও ডুয়ার্সের নদীগুলির পাশে গড়ে ওঠা বিভিন্ন বনবস্তি, চা বাগানে পর্যটকদের ঘোরানোর পরিকল্পনা নিয়েছে পর্যটন সংস্থাগুলি। সংগঠনের আহ্বায়ক রাজ বসু জানান, ২০০৯ থেকে এই উৎসব হচ্ছে। এ বার ডুয়ার্সের জলদাপাড়া, চিলাপাতা ও বক্সাব্যাঘ্র প্রকল্পে উৎসব হবে। নভেম্বরের ১৪-১৯ তারিখ ছয় দিন চলেবে উৎসব। শুধুমাত্র ডুয়ার্সে পর্যটক টানতেই এই পরিকল্পনা। ১৪ নভেম্বর মাদারিহাটে অনুষ্ঠানের সূচনা হবে। হলং নদীর পাড়ে বসবে মেলা। শুরু হবে স্থানীয় হস্তশিল্প বিক্রির কেন্দ্র। দুদিন ধরে জলদাপাড়া জাতীয় উদ্যানেকে ঘিরে চলবে পর্যটকদের ঘোরানোর ব্যবস্থা। ১৬-১৭ নভেম্বর চিলাপাতায় উৎসবের দ্বিতীয় ভাগ।

ব্যবসা ঢেলে সাজায় এ বার চাঙ্গা ফিলিপস
টিভি, রেডিও-এমপিথ্রি ব্যবসা গুটিয়ে নেওয়া অবশেষ শাপে বর হয়ে দেখা দিল ফিলিপসের কাছে। এগুলি ছেড়ে বেরিয়ে আসার পরই এ বার ঘুরে দাঁড়াতে শুরু করেছে মূল ডাচ সংস্থাটি। এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে প্রায় তিন গুণ বাড়তি মুনাফার মুখ দেখেছে তারা। যার উৎস মূলত এলইডি আলোর ব্যবসা। সঙ্গে রয়েছে চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন পণ্য তৈরির ব্যবসাও। এই পরিপ্রেক্ষিতে সংস্থা নিজেদের আরও শেয়ার বাজার থেকে কিনবে বলেও জানিয়েছে।

ব্যাঙ্কের নতুন শাখা
মুর্শিদাবাদের ধুলিয়ানে একটি নতুন শাখা চালু করল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নিয়ে রাজ্যে ১৫১তম ও মুর্শিদাবাদে অষ্টম শাখা খোলা হল। সোমবার ওই শাখার উদ্বোধন করেন ব্যাঙ্কের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর দেবব্রত সরকার। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমণ অগ্রবাল, ফিল্ড জেনারেল ম্যানেজার, কলকাতা এবং তপন চক্রবর্তী, রিজিওন্যাল হেড (শিলিগুড়ি)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.