বেতন না মেলায় ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ
|
চার মাস বেতন না মেলার অভিযোগে সোমবার রানিগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকে একটি স্পঞ্জ আয়রন কারখানায় বিক্ষোভ দেখালেন কর্মীরা। বিক্ষোভ চলে সোমবার সারাদিন। পরে যদিও পুলিশ এসে বিক্ষোভ তুলে দেয়। ওই কর্মীদের আরও অভিযোগ, পরপর দু’বছর পুজো বোনাস পাননি তাঁরা। বারবার এ সমস্ত বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও লাভ হয়নি বলে দাবি করেছেন ওই কর্মীরা। কারখানার ভারপ্রাপ্ত অধিকর্তা কৃষণ কুমার বুধবারের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে পুজো বোনাসের ক্ষেত্রে শুধু গত বছরের পুজো বোনাস কালীপুজোর আগে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
|
রেশনে তেল নেই, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল
|
রেশন দোকানে এক সপ্তাহ ধরে মিলছে না কেরোসিন, এমনই অভিযোগ তুলে সোমবার উখড়ায় এক রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। পরে অবশ্য পুলিশ এসে বিক্ষোভ তুলে গিয়ে পরিস্থতি সামাল দেয়। উপভোক্তাদের অভিযোগ, প্রিয়নাথ মুখোপাধ্যায় নামে ওই রেশন ডিলারের দোকানে মিলছে না কেরোসিন তেল। যদিও এলাকার অন্য দোকানে তা মিলছে। প্রিয়নাথবাবু বলেন, “আমি আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
জলে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পুকুরে ডুবে মৃত্যু হল এক কিশোরের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম রবি সিংহ (১৪)। মৃতের বাড়ি শশীভূষণ গড়াই রোডের বুধা মোড়ের কাছে অটোওয়াল নগরে। রবিবার সকাল ১০টায় স্থানীয় বেণীমাধব নগর এলাকার লোকনাথ মন্দিরের কাছে একটি পুকুরে সে স্নান করতে গিয়েছিল। তখনই জলে ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশের এলে স্থানীয় বাসিন্দারাই দেহ উদ্ধার করেন।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
শ্বশুরবাড়ি থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার পুরাতন জামশোলে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সোনালি মণ্ডল (২৫)। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
ইসিএলের কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
|
ইসিএলের শোনপুর বাজারি প্রকল্প এরিয়ার উদ্যোগে সোমবার দু’দিনের কমর্শালা শিবির হল। আরএন কলোনিতে উদ্বোধনে এসে ডিপি সুশীল শ্রীবাস্তব জানান, ১৬ টি স্বয়ম্ভর গোষ্ঠীকে স্বনির্ভর করার লক্ষ্যে এই কর্মশালা।
|
দুর্গাপুর
বাত্সরিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে যাত্রা।
সংস্থার প্রাঙ্গন। রাত ৯টা। উদ্যোগ: কাকলি সঙ্ঘ, নাচন।
কেতুগ্রাম
ফুটবল প্রতিযোগিতা। মাসুন্দি। দুপুর ২টো। উদ্যোগ: পল্লীমঙ্গল সমিতি। |