চ্যাম্পিয়ন মিলনী সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
|
অবশেষে ফয়সালা হল গতবারের প্রথম ডিভিশন ক্রিকেট লিগের। বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব কমিটির এক সভায় রানের গড় ভাল থাকায় মিলনী সঙ্ঘকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। রানার্স হয়েছে শিবাজি সঙ্ঘ। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত মরসুমের লিগে মোট আটটি দল যোগ দিয়েছিল। মিলনী ও শিবাজির ম্যাচে মাঠে মিলনী জয়ী হয়। কিন্তু শিবাজি সঙ্ঘ মিলনীর বিরুদ্ধে ওই ম্যাচে অবৈধ ক্রিকেটার খেলানোর অভিযোগ করে। পাল্টা বল বিকৃতির অভিযোগ ওঠে শিবাজির বিরুদ্ধে। তদন্তে দু’টি অভিযোগই প্রমাণিত হয়। ফলে লিগ সাব কমিটি দু’দলকেই ওই ম্যাচের পয়েন্ট থেকে বঞ্চিত করে। ফলে দুটি দলেরই পয়েন্ট দাঁড়ায় ৬ ম্যাচে ১২। পর রানের গড় ভাল থাকায় মিলনী সঙ্ঘকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
|
চ্যাম্পিয়ন নতুনডাঙা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বিবেকানন্দ পাঠাগার আয়োজিত অজিত মুখোপাধ্যায় ও বেদীশ চট্টোপাধ্যায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল নতুনডাঙা। সোমবার দুর্গাপুরের বালিজুড়ি মাঠে তারা নবগ্রামকে ২-০ গোলে হারায়। খেলার সেরা হয়েছেন বিজয়ী দলের দেবাশিস আঁকুড়ে। এ দিন মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, দুর্গাপুরের মেয়র ও বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়, মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়। আয়োজক সংস্থার সম্পাদক গৌতম মুখোপাধ্যায় জানান, এই প্রতিযোগিতায় মোট আটটি দল যোগ দিয়েছিল।
|
জয়ী দুর্গাপুর টাউন ক্লাব
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের সুপার লিগের খেলায় বিজয়ী হল দুর্গাপুর টাউন ক্লাব। সোমবার নেহরু স্টেডিয়ামের এই খেলায় তারা ডিএসপিএসএ-কে ৪-২ গোলে হারায়। টাউন ক্লাবের হয়ে প্রশান্ত বাগদি দু’টি ও মহম্মদ গফ্ফর এবং বিনয় বাউড়ি একটি করে গোল করেন। ডিএসপিএসএ-র হয়ে বিশ্বজিত্ মণ্ডল ও শশীকান্ত ধর একটি করে গোল করেন। খেলা পরিচালনা করেন অভীক চক্রবর্তী, অজয় বিশ্বাস ও জিতেন রুইদাস।
|
বেলডাঙার হার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
|
আসানসোল ডামরা বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় বিজয়ী হল লেদিয়াম একাদশ (পুরুলিয়া)। এ দিন ডামরা হাটতলা মাঠে তারা বেলডাঙা আদিবাসী ক্লাব (বার্নপুর)কে ১-০ গোলে হারিয়ে দেয়। |