আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যকে তোপ দাগলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ২৬ তম সম্মেলেনে রবিবার কৃষ্ণনগরে গিয়েছিলেন তিনি। তৃণমূল পরিচালিত সরকার সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বৃন্দা কারাট বলেন, “ধর্ষকদের ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এতেই সমাজবিরোধীদের সাহস বাড়ছে। অত্যাচারিত মহিলারা থানায় অভিযোগ জানাতে পারছেন না।” |
রবিবার কৃষ্ণনগরে বৃন্দা কারাট। সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি। |
সরকার কন্যাশ্রী, যুবশ্রী, বৃদ্ধশ্রী প্রকল্পের কথা বলেছে। অথচ মাসের পর মাস বিধবা ভাতা মিলছে না বলে অভিযোগ বৃন্দা কারাটের। কেন্দ্রে কয়লা কেলেঙ্কারি প্রসঙ্গে এ দিন তিনি প্রধানমন্ত্রীর দফতরকেও সিবিআই তদন্তের আওতায় নিয়ে আসার দাবি জানান। উত্তর প্রদেশের মুজফ্ফরনগরের দাঙ্গা নিয়ে বিজেপি ও সংঘ পরিবারকে কাঠগড়ায় তোলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট। মোদি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌনব্রত পালনের প্রসঙ্গে বৃন্দা কারাটের বক্তব্য, “মুখ্যমন্ত্রী পৃথিবীর সব বিষয়ে কথা বলেন। মোদির ব্যাপারে নিশ্চূপ কেন? অটলবিহারী বাজপেয়ীকে বাড়িতে ডেকে মালপোয়া খাইয়েছিলেন মমতা। মোদিকেও বোধ হয় খাওয়াবেন।” ষোড়শ সাধারণ নির্বাচনে তৃতীয় ফ্রন্টের গঠন নিয়ে করা এক প্রশ্নের জবাবে বৃন্দার সটান বলেন, “চলতি মাসের ৩০ তারিখে দিল্লিতে সাম্প্রদায়িকতার বিরোধী দলগুলিকে নিয়ে কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। আশা করি সেখানে আলোচনার মাধ্যমে একটা বিকল্প নীতি বেরিয়ে আসবে।” টাকার উপর শুয়ে থাকা সিপিএম নেতাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়ে বৃন্দা কারাতের বক্তব্য, “আমাদের দল কোনও অনৈতিক কাজকে সমর্থন করে না।”
|
কৃষ্ণনগর পুরসভার কংগ্রেস কাউন্সিলররা দলে যোগ দেওয়ার পাঁচ দিনের মধ্যেই প্রার্থী তালিকার সিংহভাগ আসনেই প্রার্থী বাছাই করে ফেলল তৃণমূল। রবিবার তৃণমূল ভবনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের উপস্থিতিতে ২৪টির মধ্যে ১৯টি আসনে প্রার্থী ঠিক করে ফেলা হয়। এি দনের বৈঠকে পুরসভার বোর্ড গঠন এবং পুরপ্রধান কে হবেন তা নিয়েও আলোচনা হয়। দলীয় সূত্রে খবর, নদিয়ার চাকদহে পুরপ্রধান হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন দীপক চক্রবর্তী। এ দিনের বৈঠকে জেলা সভাপতি গৌরীশঙ্করবাবু ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক অবনীমোহন জোয়ারদার এবং কংগ্রেস থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া অসীম সাহা। জেলা তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রার্থী বাছাই করে ফেলেছি। সংরক্ষণের কারণে কয়েকটি আসনে এখনও পর্যন্ত প্রার্থী বাছাই বাকি রয়েছে।” ১৫ অক্টোবর তৃণমূলে যোগ দেন কৃষ্ণনগরের পুরপ্রধান সহ কংগ্রেসের ১৪ জন কাউন্সিলর। তাঁদের শর্ত ছিল, বর্তমান সমস্ত কাউন্সিলরদেরকেই প্রার্থী করতে হবে। অসীম সাহা বলেন, “সংরক্ষণের কারণে দু’জনের বিষয়ে এখনও সিদ্ধান্ত না হলেও বাকি ১২ জন টিকিট পাচ্ছেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এ দিনই নদিয়া জেলা টিএমসিপি-র সভাপতি হিসাবে গৌরীশঙ্করবাবুর ছেলে অয়ন দত্তের নাম ঘোষণা করে রাজ্য তৃণমূল নেতৃত্ব। কৃষ্ণনগরের ২২ নম্বর ওয়ার্ডে গৌরীবাবুর জেতা আসনে অয়নের দাঁড়ানোর সম্ভবনা প্রায় নিশ্চিত বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
|
প্রায় সাড়ে চারশো গ্রাম হেরোইন সহ শনিবার রাতে শেখপাড়া বাজার থেকে নাদের শেখ নামে এক যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ।
|
৩২টি ভারতীয় পাসপোর্ট সহ এক বাংলাদেশি যুবককে শনিবার হাঁসখালির কুমারী এলাকা থেকে পাকড়াও করে বিএসএফ। ফরিদপুরের বাসিন্দা শঙ্কর বিশ্বাস নামে ওই যুবককে রবিবার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, বেশ কয়েক বছর আগে ওই যুবক বেআইনি ভাবে ভারতে ঢুকে অবৈধ উপায়ে ভোটার কার্ড ও রেশন কার্ড তৈরি করে বগুলায় ভাড়া বাড়িতে বাস করছিল।
|
বজ্রাহত হয়ে রবিবার দুপুরে নিজের বাড়িতেই অঞ্জুরা বিবি (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের রায়পুরে। |