পুকুর থেকে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা |
রবিবার সন্ধ্যায় সল্টলেকের একটি পুকুর থেকে মধ্যবয়স্ক এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম মৃত্যুঞ্জয় সিংহ। পুলিশ জানায়, শনিবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনের উল্টোদিকে দত্তাবাদে কয়েকটি মদ এবং গাঁজার ঠেকে অভিযান চালানো হয়। মৃত্যুঞ্জয় সেখানেই ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ হানা দেবে খবর পেয়েই মদের ঠেক থেকে পালাতে যান মৃত্যুঞ্জয়। তখনই নেশার ঘোরে কোনও ভাবে তিনি ওই পুকুরে পড়ে যান। এক পরই ওই ব্যক্তির খোঁজে পুকুরে বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয় বলে পুলিশ জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দিনভর উত্তেজনা ছিল। ঘটনাস্থলে যান এলাকার স্থানীয় বিধায়ক সুজিত বসু। স্থানীয়দের অভিযোগ, পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়েই মৃত্যুঞ্জয় পুকুরে পড়ে যান। যদিও এই অভিযোগ অস্বিকার করেছে পুলিশ।
|
নক্ষত্রদের অপেক্ষায় মমতা |
উচ্ছ্বসিত খোদ মুখ্যমন্ত্রী। আগামী ১০ নভেম্বর কলকাতায় তারকা সমাবেশের দিকে যে তিনি উৎসুক হয়ে তাকিয়ে আছেন, রবিবার তা ফেসবুকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ তারিখ ইডেনে শেষ টেস্টের শেষ দিনে মাঠে থাকবেন সচিন তেণ্ডুলকর। আবার ওই দিনই কলকাতার ১৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আসরে উপস্থিত থাকবেন সস্ত্রীক অমিতাভ বচ্চন, কমল হাসন, শাহরুখ খান। মমতার মন্তব্য, “এক দিনে এত জন তারকার উপস্থিতি কলকাতার জন্য বেশ ভাগ্যের ব্যাপার।” প্রয়াত ঋতুপর্ণ ঘোষের ছবি ‘সানগ্লাস’ই যে হবে এ বারের উৎসবের উদ্বোধনী ছবি, সে কথাও জানিয়েছেন তিনি।
|
বন্ধ ঘরের দরজা ভেঙে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে গিরিশ পার্ক থানা এলাকার রাজেন্দ্রনাথ সেন লেনে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মিতালী দাস (৩৭)। পুলিশের অনুমান, নিজের ঘরের ছাদ থেকে ওড়নার ফাঁসে আত্মহত্যা করেন মিতালীদেবী। তবে ওই ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই মহিলা গত ২০ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন।
|
যুবতী পাচারের চেষ্টা, পাকড়াও |
কাজের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে পাচার করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সল্টলেক দক্ষিণ থানার পুলিশ। ধৃতের নাম রাকেশ মাহাতো। বাড়ি দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ওই তরুণীকে কলকাতায় এনে সল্টলেকের আইডি ব্লকের একটি নির্মীয়মাণ বাড়িতে তোলে রাকেশ। কিন্তু সন্দেহ হওয়ায় ওই তরুণী পুলিশকে জানায়। কোনও ভাবে নিজের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেন ওই তরুণী। এদিন সকালে রাকেশকেও গ্রেফতার করে পুলিশ।
|
প্রতারণার অভিযোগে মহেশতলা এলাকার শান্তিনগর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল লেক থানার পুলিশ। নাম পাপা মণ্ডল। পুলিশ সূত্রের খবর, ওষুধ প্রস্তুতকারী এক সংস্থার মালিক দেবাশিস বিশ্বাস সংস্থারই কর্মী পাপার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। তিনি জানান, পাপা নামের ওই ব্যক্তি সংস্থার ৫ লক্ষ টাকা, ব্যাঙ্কের কিছু চেক-সহ জরুরি কাগজপত্র নিয়ে শনিবার রাত থেকে পলাতক। অভিযোগ পেয়ে লেক থানার পুলিশ রবিবার সকালে পাপাকে গ্রেফতার করে।
|
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে গিরিশ পার্ক থানা এলাকায়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পার্বতী ঘোষ লেনের একটি বাড়িতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অমিত সাহা (৩২)। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনাস্থল থেকে অমিতের লেখা সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। |