সভা-সমিতি নিষিদ্ধ ঢাকায়
সংবাদ সংস্থা • ঢাকা |
রবিবার সকাল ছ’টা থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমিতি, প্রতিবাদ সভা, মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বাংলাদেশের বিরোধী দল বিএনপি-র নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমে সরকারকে উৎখাতের আন্দোলন করার হুমকি দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানান, এই নিষেধাজ্ঞা বেশি দিনের জন্য নয়। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, “গণতান্ত্রিক অধিকারের নামে সাড়ে চার বছর ধরে পুলিশ খুন, তাদের অস্ত্র কেড়ে নেওয়া, রাজনৈতিক দলগুলির অফিসের আগুন লাগানো চলছে। এটা রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না।” এর মধ্যেই রবিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনের প্রধান অতিথি ছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তীব্র আক্রমণ করে তিনি বলেন,“আপনার অধীনে সুষ্ঠু ভোট অসম্ভব। তাই আপনার অধীনে কোনও ভোটে বিএনপি অংশ নেবে না।” রবিবার ঢাকায় সভা-সমিতি নিষিদ্ধ করা হলেও ১৪টি শর্তে সম্মিলিত পেশাজীবী পরিষদকে কনভেনশন করার অনুমতি দেওয়া হয়। |
সিরিয়ায় বিস্ফোরণ, হত ৩১
সংবাদ সংস্থা • বেইরুট |
ফের আঘাত। এবং তার জেরে রক্তপাত। রবিবার সিরিয়ার হামা শহরে এক আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩১ জন। নিহতের মধ্যে রয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত সেনাবাহিনীর বেশ কয়েক জন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, রবিবারের হামলার পিছনে রয়েছে আসাদ-বিরোধী জঙ্গিগোষ্ঠী। সিরিয়ার মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক দল জানিয়েছে, রবিবার অন্তত দেড় টন বিস্ফোরক বোঝাই একটি ট্রাক এসে ধাক্কা মারে হামার শহরতলির একটি সেনা চেকপয়েন্টে। |
ওবামার সাহায্য
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমেরিকা সফরের প্রাক্কালে ১৬০ কোটি ডলার আর্থিক সাহায্য অনুমোদন করল ওবামা প্রশাসন। জঙ্গি দমন অভিযানে পাকিস্তানি সেনাকে সামরিক ও অর্থনৈতিক ভাবে সাহায্য করতেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কংগ্রেস। পাকিস্তানের অ্যাবটাবাদে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর ঘটনার পর মুখ থুবড়ে পড়েছিল দু’দেশের মধ্যে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক। |
টাইটানিকের ভায়োলিন। দর উঠল সাড়ে চোদ্দ লক্ষ ডলার। ছবি: রয়টার্স। |
দু’দিনের সফরে রাশিয়া পৌঁছলেন মনমোহন সিংহ। মস্কোর কাছে বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে তাঁকে।
প্রধানমন্ত্রীর
এই সফরে কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রের ৩ এবং ৪ নম্বর ইউনিট তৈরি করা নিয়ে চুক্তি হবে,
এমনটাই ছিল প্রত্যাশা।
খসড়াও প্রায় তৈরি। কিন্তু পরমাণু দায়বদ্ধতা আইন সংক্রান্ত কিছু জট এখনও
ছাড়ানো যায়নি। ফলে চুক্তি
আপাতত হচ্ছে না। তাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায়
কুড়ানকুলামের এই দু’টি ইউনিট
গড়ার প্রসঙ্গও উঠবে না। ভারতের পরমাণু শক্তি নিগম এবং রুশ সংস্থা রোসাটম
পরে এ নিয়ে পৃথক ভাবে
চুক্তি করতে পারে বলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমলারা জানিয়েছেন। ছবি: পিটিআই। |