টুকরো খবর
সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ
মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি-সহ পঞ্চায়েতের ২ সদস্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। শনিবার মটিগাড়ার পাথরঘাটায় তৃণমূলের এক অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তাঁরা। মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ওই ব্যক্তির নাম রাকেশ বৈশ্য। গ্রাম পঞ্চায়েতের সদস্য যাঁরা সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন তারা হলেন ঘনশ্যাম রায় এবং মণিরাম লোহার। পাশাপাশি তাঁদের সঙ্গে শতাধিক অনুগামী এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়। জনা দশের কর্মী-সমর্থকও এ দিন কংগ্রেস ছেড়ে দলে যোগ দিয়েছে বলে তৃণমূল দাবি করে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “শিলিগুড়ি মহকুমা পরিষদে ইতিমধ্যেই অনাস্থা এনে সভাধিপতিকে অপসারণ করা হয়েছে। আগামী ২১ অক্টোবর নতুন সভাধিপতির নির্বাচন রয়েছে। এর পরেই আমরা মহকুমা পরিষদের তরফেও যুদ্ধকালীন তৎপরতায় মহকুমা জুড়ে উন্নয়ন কাজ শুরু করে দেব। মাটিগাড়া এলাকায় নতুন মার্কেট কমপ্লেক্স করা হবে। তাতে বেকার যুবকদের কর্ম সংস্থান হবে। অন্যান্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে।” সিপিএমের কার্যকরি জেলা সম্পাদক জীবেশ সরকার জানান, ৭-৮ জন মাস আগে মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা সিপিএম নেত্রী নিলীমা গুহ নিয়োগীর বিরুদ্ধে অনাস্থা আনা হয়। তাতে সামিল হওয়ার অভিযোগে রাকেশবাবুকে সে সময়ই দল থেকে বার করে দেওয়া হয়। দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। রাকেশবাবু এবং আরও ৪ জন কংগ্রেসে যান।

শ্রমিক সংগঠনে দলবদল
তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন ছেড়ে কংগ্রেস প্রভাবিত ইনটাকে যোগ দিলেন একদল কর্মী-সমর্থক। শনিবার কংগ্রেসের দলীয় কার্যালয়ে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি (সমতল) শঙ্কর মালাকার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। মাত্র দেড় মাস আগে ইনটাকের সভাপতি অলোক চক্রবর্তী তৃণমূলে যোগ দেন। তাঁর সঙ্গে বিভিন্ন ইউনিটের সদস্যরা যোগ দিয়েছিলেন তৃণমূলের। কিন্তু সেখানে গিয়ে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া দিলীপ দাস, নির্মল কররা। অলোক চক্রবর্তীর সময়কালে ইনটাকের সাধারণ সম্পাদক পদে থাকা দিলীপ দাস বলেন, “আমরা অলোক চক্রবর্তীর সঙ্গে তৃণমূলে গিয়েছিলাম, কিন্তু ওখানে অলোকবাবুরই কোন জায়গা নেই। আমরা কি কাজ করব! তাই আমরা আগের দলেই ফিরে এসেছি। এখানে থেকেই কাজ করব।” পাশাপাশি, পুজোর মরসুমের পরে দলত্যাগীদের অনেকেই আবার দলে ফিরবেন বলে দাবি করেছেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি (সমতল) শঙ্কর মালাকার। এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলে যোগদানকারী অলোক চক্রবর্তী। তিনি বলেন, “আমি কাগজে কলমে তৃণমূলে যোগ দিয়েছি। বাকিরা আমার সঙ্গে ছিলেন। তবে তাঁরা কেউ যোগদান করেননি।” অন্যদিকে কাজ করার সুযোগ দেওয়া হলেও তা করতে না পারায় দল ছেড়ে চলে গিয়েছে বলে দাবি দার্জিলিং জেলা আইএনটিটিইউসি এর সভাপতি অরূপরতন ঘোষ। তিনি বলেন, “যারা আমাদের দলে এসেছিলেন, তাঁদের সকলকেই আমরা কাজ করার সুযোগ দিয়েছি। তাঁরা না করতে পেরে ছেড়ে চলে যাচ্ছেন।”

বাগানে আন্দোলন শুরু রহিমাবাদে
বকেয়া মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে অচলাবস্থা তৈরি হয়েছে ডুয়ার্সের কুমারগ্রাম ব্লকের রহিমাবাদ চা বাগানে। শনিবার সকালে কাজে যোগ না দিয়ে বাগানের কারখানা এবং অফিসের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। বাগানে পুলিশ গেলে, পুলিশকে ঘিরেও শ্রমিকরা বিক্ষোভ দেখায় বলে জানা গিয়েছে। শ্রমিকদের অভিযোগ, সব মিলিয়ে প্রায় ৩০ দিনের মজুরি এবং ২৬ সপ্তাহের রেশন বকেয়া রয়েছে। গত ১৮ অক্টোবর বকেয়া মজুরির আর্ধেক টাকা দেওয়ার কথা থাকলেও সম্প্রতি মালিকপক্ষ নোটিশ দিয়ে আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে দু’দফায় বকেয়া মজুরি মেটানো হবে বলে জানায়। এই ঘোষণার পরেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। চা শ্রমিক দ্রপদী সিংহ, শ্যাম ঝাঁ-রা অভিযোগ করে বলেন, “রেশন এবং বকেয়া মজুরি না মেলায় বাগানের স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় এক হাজার শ্রমিক, কর্মীরা অসহায় জীবন কাটাচ্ছে।” যদিও রহিমাবাদ চা বাগানের ম্যানেজার সেবায়ণ কর বলেন, “বোনাস দেওয়ার সময় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ডিসেম্বরের মধ্যে বকেয়া মজুরি দেওয়া হবে। কিন্তু পুজো যেতেই বকেয়ার দাবিতে আন্দোলনের নামে হুমকি দেওয়া হচ্ছে।” শিলিগুড়ির যুগ্ম শ্রম কমিশনার মহম্মদ রিজওয়ান বলেন, “সমস্যা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

শ্লীলতাহানির নালিশ বালুরঘাটে
এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে জেলার বাসিন্দাদের আইনি সহায়তা দেওয়ার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। গত ১০ অক্টোবর রাতে বালুরঘাট শহর থেকে ট্রাফিক আইন ভাঙা এবং পুলিশ কর্মীর গায়ে হাত তোলার অভিযোগে রাজ্য লিগাল সার্ভিসেস অথরিটির প্রধান তত্ত্বাবধায়ক মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার পর থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন অভিযুক্তের গাড়িতে এক তরুণীও ছিল। সেই তরুণী জেলায় আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করেন। গত শুক্রবার ওই তরুণী অভিযোগ করে জানান, গত ১০ অক্টোবর নিজের গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়ার সময়ে মোফাক্কেরুল ইসলাম তাঁর শ্লীলতাহানি করে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ নতুন আরেকটি মামলা দায়ের করেছে। সরকারি আইনজীবী দেবাশিস মজুমদার বলেন, “গত ১০ অক্টোবর রাতে বালুরঘাট শহরের সূর্য সেন সরণী মোড়ে অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাঁর জামিনের আবেদন খারিজ করে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।” অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামের আইনজীবী অভিজিৎ সরকার অভিযোগগুলি মিথ্যে বলে দাবি করেছেন। তিনি বলেন, “মিথ্যা মামলা করা হয়েছে। আদালতেই সব প্রমাণ হবে।”

গুলি, ছিনতাইয়ের চেষ্টা
শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ জঁয়গার বিধানপল্লি এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় লটারি ব্যবসায়ী রূপচাঁদ সেন দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ে বাইকে চেপে তিন যুবক এসে তাঁকে লক্ষ করে গুলি চালায় বলে অভিযোগ। রূপচাঁদবাবুর হাত থেকে টাকার ব্যাগ কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তাঁর বাঁ হাতে গুলি লেগেছে বলে পুলিশ জানিয়েছে। ব্যবসায়ীর সঙ্গে দোকানের এক কর্মী ছিল তাঁকেও দুষ্কৃতীরা মারধর করে। গুলিবিদ্ধ ব্যবসায়ী ও জখম কর্মচারীকে প্রথমে ভুটান হাসপাতালে এবং পরে সেখান থেকে কোচবিহার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে ওই ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে এক দুষ্কৃতীকে ধরে ফেলে। যদিও বাকি ২ দুষ্কৃতী বাইকে চেপে পালিয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক কালচিনির একটি চা বাগানের শ্রমিক। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “দুষ্কৃতীদের পরিচয় জানা গিয়েছে। সকলেই স্থানীয় বাসিন্দা। তাদের নামে চুরি, ছিনতাইয়ের নানান অভিযোগ রয়েছে। তবে তাদের হাতে অস্ত্র কোথা থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে।”

অভিযুক্তদের উদ্ধারের চেষ্টায় জখম পুলিশ
তোলা আদায়ে অভিযুক্ত তিন যুবককে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে জখম হলেন রায়গঞ্জ থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (এসআই)। শনিবার বিকেলে রায়গঞ্জের সুভাষগঞ্জের কুলিক সেতু এলাকার ঘটনা। পুলিশ জানায়, জখম ওই তিন যুবকের নাম শিবু পাসোয়ান, বাবু গুপ্ত ও বিনোদ চৌধুরী। সকলেই রায়গঞ্জের শক্তিনগর এলাকার বাসিন্দা। বাবু গুপ্তের বিরুদ্ধে এর আগে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই তিন যুবক আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্থানীয় ব্যবসায়ীদের থেকে তোলা আদায় করত। এ দিন বিকেলে তারা এলাকার এক ব্যবসায়ীর কাছে টাকা দাবি করে বলে অভিযোগ। সেই সময় জনতা তাদের উপরে লাঠি, কাঠ নিয়ে চড়াও হয়। দু’জন কনস্টেবল-সহ এএসআই প্রদীপ সিংহ ঘটনাস্থলে পৌঁছন। অভিযুক্তদের উদ্ধার করতে গিয়ে আহত হন প্রদীপবাবু।

‘গণপ্রহার’, মৃত্যু
সাইকেল চুরির অভিযোগে গণ-পিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার গভীর রাতে চাঁচলের চান্দোয়া দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম আফাল আলি(২৫)। ঘণ্টাখানেক ধরে ওই যুবককে মারধর করা হলেও পুলিশ যায়নি কেন সে প্রশ্নও তুলেছেন কিছু বাসিন্দা। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, “খবর পেয়েই পুলিশ পৌঁছয়। একটি মামলা শুরু করা হয়েছে। মৃতের বিরুদ্ধে আগে কোনও অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে কি না তা দেখা হচ্ছে।” শুক্রবার রাতে ওই এলাকায় জলসাচলছিল। রাত দুটো নাগাদ একটি বাড়িতে ঢুকে সাইকেল চুরি করে পালানোর সময়ে আফাল ধরা পড়ে বলে অভিযোগ। তার পরেই তাকে মারধর শুরু করেন একাংশ বাসিন্দা। মৃতের মা রশিদান বিবি বলেন, “ছেলেকে মারধর না করার আর্জি জানালেও কেউ শোনেনি।”

মৌলানিতে মেলা শুরু

মৌলানিতে মেলা বসেছে। ছবি: দীপঙ্কর ঘটক।
শতাব্দী প্রাচীন লক্ষ্মীপুজোর মেলা শুরু হল মৌলানিতে। শনিবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি নূরজাহান বেগম। মালবাজারের বিধায়ক বুলু চিকবরাইক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কৌশল্যা রায়ও উপস্থিত ছিলেন। মালবাজারের মৌলানি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কোজাগরী লক্ষ্মী পুজোর পরদিন থেকে মেলা শুরু হয়। মেলা মৌলানি নতুন হাটেই রয়েছে স্থায়ী লক্ষ্মী মন্দির। মন্দিরে লক্ষ্মীর সঙ্গে কার্তিক, গণেশ ও সরস্বতীরও পুজো হয়। সোমবার ক্রান্তিতে শুরু হচ্ছে ডুয়ার্সের অন্যতম বড় মেলা ভান্ডানি মেলা।

স্ত্রী’কে খুন, ধৃত
স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হল স্বামীকে। শনিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধাননগর থানার সমরনগর এলাকায়। ধৃতের নাম টিঙ্কু গুপ্ত। গত রবিবার গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় মামণি গুপ্তকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তিনি মারা যান। মামণিদেবীর বাবা সন্তোষবাবুর অভিযোগের ভিত্তিতে টিঙ্কুকে ধরা হয়েছে।

মনসা মেলা শুরু
তিনশ বছরের প্রাচীন মনসা মেলা শুরু হয়েছে মালদহের চাঁচলের বলরামপুরে। শনিবার থেকে ওই মেলা শুরু হয়েছে। মহানন্দাপাড়ের ওই মেলাকে ঘিরে কয়েকদিন ধরেই মেতে ওঠেন বলরামপুর সহ লাগোয়া এলাকার বাসিন্দারা।

দেহ উদ্ধার
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম আনারুল হক (২৩)। শনিবার ভোরে চোপড়া থানার কালিকাপুর এলাকায়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.