যান্ত্রিক গোলমালে আগেই খারাপ হয়ে পড়ে একটি বিটুমিন বোঝাই ট্যাঙ্কার। এর পরে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারটির পিছনে একটি মালবোঝাই ট্রাক ধাক্কা মারলে ট্যাঙ্কার ফুটো হয়ে তরল বিটুমিন ছড়িয়ে পড়ে রাস্তা জুড়ে। কিছুক্ষণের মধ্যে ২-৩ ইঞ্চি বিটুমিনের আস্তরণে ঢাকা পড়ে যায় প্রায় ৩০-৪০ মিটার রাস্তা। থমকে যায় যানবাহন।
|
শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে রাজ্যের নতুন সচিবালয় নবান্ন থেকে কিছুটা দূরে টোলপ্লাজার সামনে। কলকাতা পুলিশ জানায়, হলদিয়া থেকে একটি বেসরকারি সংস্থার ওই ট্যাঙ্কারটি বিটুমিন নিয়ে ফিরছিল কলকাতায়। বিদ্যাসাগর সেতুতে টোলপ্লাজা থেকে ৫ নম্বর লেন দিয়ে এগোনোর সময়ে কলকাতা পুলিশের একটি ট্রাফিক বুথের সামনে ট্যাঙ্কারটি খারাপ হয়ে দাঁড়িয়ে পড়ে। পুলিশ জানায়, যখন বড় ক্রেন এনে গাড়িটি সরানোর পরিকল্পনা হচ্ছে, তখনই একটি মালবোঝাই ট্রাক এসে ধাক্কা মারে ট্যাঙ্কারটিকে। এর ফলে ট্যাঙ্কারটি ফুটো হয়ে ১০ হাজার লিটার তরল বিটুমিন ছড়িয়ে পড়ে টোলপ্লাজার ৬টি লেন জুড়ে। এই ঘটনার পরে সাময়িক ভাবে কয়েকটি লেন বন্ধ করে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় অন্য পথে।
পুলিশের দাবি, শনিবার হওয়ায় এবং পুজোর ছুটির মরসুম চলায় এমনিতেই সেতুতে গাড়ি চলাচল কম ছিল। তাই কোনও যানজটই হয়নি। এ দিন ঘটনাস্থলে আসেন এইচআরবিসি-র পদস্থ কর্তারা। সংস্থার অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ম্যানেজার ভুবন নস্কর বলেন, “প্রথম দিকে বিটুমিন তরল থাকায় তা সেতুর রাস্তায় ছড়িয়ে দেওয়া হয়। অবশ্য এ জন্য টোলপ্লাজার কোনও লেনই বন্ধ করা হয়নি। তবে আগুন দিয়ে বিটুমিন গলিয়ে ফেলায় দুপুরের পরে সব লেন দিয়েই যানচলাচল স্বাভাবিক হয়ে যায়।” |