কেন্দ্রের কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিবাদের তোপ দাগতে আজ, রবিবারই দিল্লি রওনা হবেন তৃণমূলের সংসদীয় দলের সদস্যরা। দিল্লির সরকার রাজ্যকে কেমন ভাবে আর্থিক বঞ্চনা করছে এবং রঘুরাম রাজন কমিটির সুপারিশে কেন পশ্চিমবঙ্গকে অনুন্নত দেখানো হয়েছে, তা নিয়ে কাল, সোমবার তাঁরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের কাছে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দেবেন বলে শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় জানান।
লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রের কংগ্রেস সরকার রঘুরাম রাজন কমিটি গঠন করেছে বলেও মুকুলবাবু অভিযোগ করেন। তাঁর বক্তব্য, “রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এবং সংসদকে এড়িয়ে যে ভাবে কেন্দ্র ওই কমিটিকে কাজে লাগিয়েছে, তা রাজনৈতিক অভিসন্ধিমূলক।’’ ওই কমিটির সুপারিশে বিহার, ওড়িশার চেয়ে অপেক্ষাকৃত কম উন্নয়নের তালিকায় থাকা পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় আর্থিক সাহায্যের বরাদ্দ কমবে।
ওই সুপারিশের কথা জেনে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ ছিল, কেন্দ্র বার বার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করছে। রাজ্যকে আর্থিক দিক থেকে বঞ্চনা করছে।
দলনেত্রীর বক্তব্যের সূত্র ধরে মুকুলবাবু বলেন, “এক দিকে পশ্চিমবঙ্গকে অন্য রাজ্যের তুলনায় অনুন্নত দেখানোর চেষ্টা করছে কেন্দ্র, অন্য দিকে রাজ্যকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর্থিক দিক থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে। বাংলার মানুষ এই অন্যায় মেনে নিচ্ছে না।”
কেন্দ্র রাজ্যের দাবিতে কর্ণপাত না করলে লক্ষ মানুষ নিয়ে তিনি ‘দিল্লি অভিযান’ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। মুকুলবাবু জানান, আন্দোলনের প্রথম ধাপ হিসাবে তাঁরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে যাচ্ছেন। |
দুই জেলায় দুই বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁদের স্বামীরা-সহ চার জনকে ধরল পুলিশ। শুক্রবার কোচবিহারের ঘোকসাডাঙার বড় শোলমারি এলাকায় সীমা মণ্ডল (২৬) নামে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর স্বামী ও পড়শি এক মহিলাকে ধরে পুলিশ। এ দিকে নবদ্বীপের উত্তর বঙ্গপাড়ায় শিপ্রা সাহা বসু (২০) নামে এক বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও ভাসুরকে পুলিশ গ্রেফতার করে। |