ইডেনে সচিন যখন ব্যাট করতে নামবেন, গোটা স্টেডিয়ামে নাকি শয়ে শয়ে সচিন। মানে, সব দর্শক সচিনের মুখোশধারী। এক জন জিনিয়াস কেরিয়ারের শেষ লগ্নে শুনতে চান: এমনটি আর হবে না। ইনি একক, অদ্বিতীয়। আর এই অতিমানব লাস্ট সিনের ধারে এসে চোখ ঘুরিয়ে কী দেখবেন? তিনি সহস্র। রামাশ্যামা সক্কলেই সচিন। এক সচিন গিয়েছে তো কী হয়েছে, কাতারে কাতারে সচিন রয়েছে, পৃথিবীতে কিস্যু ফাঁকা পড়ে থাকবে না। হায়, ইডেনের মুখ ঢেকে যায় শোকজ্ঞাপনে! |