টুকরো খবর |
ভাইকে খুন, নালিশ
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
ভাইকে খুন করার অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। শনিবার সকালে ধুবুরি জেলার বন্দিহানা পুলিশ ফাঁড়ির ডিমাতলা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম রসিদুল হক (২২)। পুলিশ জানিয়েছে, এদিন সকালে পারিবারিক বচসার জেরে রসিদুলকে ধারাল অস্ত্র দিয়ে তার দাদা সমীরউদ্দিন আঘাত করে বলে অভিযোগ। বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ধুবুরি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত পলাতক।
|
ধৃত মাওবাদী
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
পাকুড়ের এসপি অমরজিৎ বলিহারের উপর মাওবাদী হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া মাওবাদীর নাম মুন্সি সোরেন। গত রাতে পাকুড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ২ জুলাই পাকুড়ের এসপি-র উপর হামলা চালানোর সময় মুন্সি ঘটনাস্থলে উপস্থিত ছিল। ওই পুলিশকর্তা এবং তাঁর দেহরক্ষীদের উপর সে-ও গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে পাকুড়েই এক খ্রিস্টান সন্ন্যাসিনীকে পুড়িয়ে মারার ঘটনাতেও জড়িত ছিল মুন্সি।
|
ঘেরাও শিন্দে
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
ঘেরাওয়ের মুখে পড়ে বেশ কিছু ক্ষণের জন্য দফতরে ঢুকতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। শনিবার শিন্দের দফতরের সামনেই তাঁকে ঘেরাও করেন তেলুগ দেশম পার্টির (টিডিপি) চার সাংসদ। সাংসদদের দাবি, তাঁদের জয়েন্ট অ্যাকশন কমিটির (জেএসি) সদস্য করতে হবে। এই কমিটিই তেলঙ্গনার বিষয়টি দেখছে।
|
মায়ের অবৈধ সম্পর্কে বাধা, খুন মেয়ে |
মায়ের অবৈধ সম্পর্কে বাধা দিয়েছিল নাবালিকা মেয়ে। তাই তাকে খুন করার অভিযোগ উঠল মায়ের প্রেমিক ও তাঁর বন্ধুর বিরুদ্ধে। মেরঠের ঘটনা। মেয়েটির বাবা জিতেন্দ্র গুজর অভিযুক্ত নরেন্দ্র সিংহ ও তাঁর বন্ধুর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন। দু’জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জিতেন্দ্রর বাড়িতে প্রায়ই যাওয়া-আসা করতেন নরেন্দ্র। সেই সুবাদেই জিতেন্দ্রর স্ত্রী মহিমার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। এই কথা জানতে পেরে যায় জিতেন্দ্রর ১২ বছরের মেয়ে। সে প্রতিবাদ জানায়। শুক্রবার রাতে জিতেন্দ্রর বাড়িতেই ছিলেন নরেন্দ্র এবং তাঁর বন্ধু। সেই রাতেই মদ খেয়ে জিতেন্দ্রর ঘুমন্ত মেয়েকে তাঁরা গলা টিপে খুন করেন বলে অভিযোগ। জিতেন্দ্র শুয়েছিলেন অন্য ঘরে। তিনি সকালে ঘুম থেকে উঠে মেয়ের মৃতদেহ দেখতে পান।
|
প্রধানমন্ত্রীর আবেদন |
প্রতিবারই দেওয়ালিতে বহু উপহার পান প্রধানমন্ত্রী। কিন্তু এ বছর তিনি কোনও উপহার চান না। তার বদলে এ বার দেওয়ালিতে শুভানুধ্যায়ীদের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে টাকা দেওয়ার আবেদন করেছেন মনমোহন। প্রধানমন্ত্রীর অফিস থেকে জারি করা এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর এই আবেদনের একটি তাৎপর্য রয়েছে। তিনি এই বছর টাকা চেয়েছেন। এই বছরেই প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়েছে উত্তরাখণ্ড, ওড়িশা ও অন্ধ্রে।
|
গুলির লড়াইয়ে হত জঙ্গিনেতা |
নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ‘ন্যাশনাল সাঁওতালি লিবারেশন আর্মি’র জেলা কম্যান্ডার রাম মুর্মূর। শনিবার সকালে কোকরাঝাড়ের কচুগাঁওতে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গিঘাঁটির খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী জাকাটি অরণ্যে অভিযান চালায়। দু’পক্ষে গুলির লড়াইয়ের পর ঘটনাস্থল থেকে রামের দেহ উদ্ধার হয়। একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, মোবাইল এবং এক কিলোগ্রাম আরডিএক্স বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।
|
প্রশিক্ষণে দুর্ঘটনা |
প্রশিক্ষণ নেওয়ার সময় বিস্ফোরণে জখম হলেন আট শিক্ষানবিশ সেনা। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ঘটনাটি ঘটেছে কুরুদমপালাইমে সিআরপিএফ শিবিরে। |
|