পুজো সামলে এখন পুলিশের নয়া পরীক্ষা তারকাদের সমারোহ
পুজোর চ্যালেঞ্জ সামলানোর পরেই ফের বড় পরীক্ষার মুখোমুখি হতে চলেছে কলকাতা পুলিশ।
পুজোর সময়ে শহরের যান চলাচল স্বাভাবিক রেখে প্রশংসা পেয়েছিলেন পুলিশকর্মীরা। পুজোর ভিড় মানেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে রাস্তায় মানুষের ঢল। ভিড়ের মধ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখেও বাহবা কুড়িয়েছিল পুলিশ। কিন্তু দীপাবলির পরেই অন্য এক রকম ভিড় এবং উন্মাদনার সম্মুখীন হতে চলেছে তারা। আগামী ১০ নভেম্বর সচিন রমেশ তেন্ডুলকরের ১৯৯তম টেস্ট ম্যাচের শেষ দিন। আবার ওই দিনই বিকেলে ১৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, যাতে হাজির থাকার কথা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের। আবার দু’টির আয়োজন করা হয়েছে ঠিক পাশাপাশি দু’টি জায়গায়। একটি ইডেন গার্ডেন্সে, অন্যটি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ফলে মানুষ জড়ো হবেন প্রায় একই জায়গায়। আসন্ন এই পরিস্থিতিই কপালে ভাঁজ ফেলেছে পুলিশকর্তাদের। খেলা ও চলচ্চিত্র উৎসবের উদ্বোধন যাতে নিরাপদে হয়, তা নিশ্চিত করতে কাল, ২১ অক্টোবর লালবাজারের কর্তারা বৈঠকে বসছেন সিএবি কর্তাদের সঙ্গে। বৈঠকে উপস্থিত থাকার কথা কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থেরও।
পুলিশ জানিয়েছে, ইডেন গার্ডেন্সে আন্তর্জাতিক ম্যাচ থাকলে বিধানসভা ভবনের সামনে অকল্যান্ড রোড এবং ইডেন গার্ডেন্সের সামনে গোষ্ঠ পাল সরণি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। প্রয়োজনে সাময়িক ভাবে বন্ধ থাকে যান চলাচল। ফলে চলচ্চিত্র উৎসবে আসা দর্শকেরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কী ভাবে প্রবেশ করবেন, তা নিয়ে এখনও পর্যন্ত অন্ধকারে পুলিশকর্তারা।
তবে এ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে বলে তাঁদের দাবি। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) রাজীব মিশ্র বলেন, “টেস্ট ম্যাচের পাশাপাশি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনও যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, তার ব্যবস্থা করা হচ্ছে।” লালবাজার সূত্রের খবর, আগামী ৬ নভেম্বর ইডেনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের টেস্ট ম্যাচ শুরু হবে। সেটি সচিনের ১৯৯তম টেস্ট ম্যাচ। ফলে ম্যাচের পাঁচ দিনই মাঠে সচিন-ভক্তদের বড় একটি অংশ উপস্থিত থাকবেন। সিএবি সূত্রের খবর, সচিনকে নিয়ে রোজই নানা রকমের অনুষ্ঠান করা হবে। ১০ নভেম্বর সচিনকে সংবর্ধনা দেওয়া হবে। তাই ওই দিনের টিকিটের চাহিদা তুঙ্গে।
কলকাতা পুলিশের এক কর্তা বলেন, “গত বছরও নেতাজি ইন্ডোরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকারা হাজির ছিলেন। তাঁদের দেখতে স্টেডিয়ামের ভিতরে যত দর্শক ছিলেন, বাইরে দাঁড়িয়ে ছিলেন তার চেয়ে অনেক বেশি মানুষ। তারকাদের যাতায়াতের সময়ে তাঁদের সামলাতে হিমশিম খেতে হয়েছিল।” এ বার এর সঙ্গে যুক্ত হবে সচিন-ভক্তদের ভিড়।
মাস দেড়েক আগে রাজারহাটের সিটি সেন্টারে শাহরুখকে দেখতে উপচে পড়া ভিড়ে কার্যত বন্ধ হয়ে যায় রাজারহাট-নিউ টাউন বাইপাস। তার পরে শাহরুখের ঝুলিতে এসেছে চেন্নাই এক্সপ্রেসের সাফল্য। স্বভাবতই পুলিশকর্তাদের আশঙ্কা, অমিতাভের পাশাপাশি শাহরুখকে দেখতে ১০ নভেম্বর ভক্তদের ভিড় উপচে পড়বে।
পুলিশ জানিয়েছে, অকল্যান্ড রোডে ইডেনের বেশ কয়েকটি গেট রয়েছে। দর্শকেরা ওই গেট দিয়ে বেরোবেন। লালবাজারের কর্তারা জানাচ্ছেন, নির্দিষ্ট সময়ে খেলা শেষ হলে দর্শকেরা বেরোবেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগে। ফলে ক্রিকেটের দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের ভিড় মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা পুলিশের এক কর্তা জানান, এ সব মাথায় রেখেই কলকাতা পুলিশ এবং সিএবি-কর্তারা বৈঠকে বসছেন। প্রয়োজনে টেস্ট খেলা শেষে নেতাজি ইন্ডোরের দিক দিয়ে দর্শকদের বেরোনোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ হতে পারে। ইডেনে আন্তর্জাতিক ম্যাচ থাকলে প্রায় পাঁচ হাজার পুলিশকর্মীকে মোতায়েন করা হয়। এ বার তার চেয়ে বেশি পুলিশকর্মী মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.