বালাইচণ্ডীর পুজো শুরু খাদিমপুরে
ফি বছর দেবী বিসর্জনের পরে অন্যত্র যখন বিষাদের সুর ভেসে বেড়ায়, সেই সময়ে ‘অন্য দুর্গাপুজো’য় মেতে ওঠে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের কমলাবাড়ি-২ পঞ্চায়েতের খাদিমপুর। এলাকার ৭০০টি পরিবারের প্রায় চার হাজার বাসিন্দার সম্মিলিত উদ্যোগে দশমীর রাত থেকে শুরু হয় বালাইচণ্ডী পুজো। এ বছর ওই পুজো ৩০০ বছরে পড়ল। দশমী থেকে শুরু হওয়া ওই পুজো চলবে আজ লক্ষ্মীপুজো পর্যন্ত। এলাকার প্রবীণ বাসিন্দা কৈলাসচন্দ্র বর্মন বলেন, সমাজের মঙ্গল কামনায় এলাকার বাসিন্দারা বংশ পরম্পরায় বালাইচণ্ডী পুজো করেন। প্রাচীন রীতিনীতি, আচার ও নিষ্ঠা মেনে প্রতি বছর এই পুজো হয়। জেলার বিভিন্ন এলাকা সহ বিহার থেকেও প্রতিবছর প্রচুর ভক্ত পুজোয় সামিল হন। বাসিন্দারা এ বছর খাদিমপুর বারোয়ারি অন্য দুর্গাপুজো নামে সর্বজনীন কমিটি গঠন করে পুজো পরিচালনা করছেন। কমিটির সভাপতি রমেন বর্মন বলেন, “এলাকার বাসিন্দারা অন্যদের মতো দুর্গাপুজোর আনন্দে মাতেন না।

শমীতে শুরু হয়ে লক্ষ্মীপুজো পর্যন্ত চলে এই পুজো। তরুণ দেবনাথের তোলা ছবি।
আমরা সারা বছর ধরে এই বালাইচন্ডি পুজোর দিকেই তাকিয়ে থাকি! দশমী থেকে টানা পাঁচদিন বাসিন্দারা নতুন পোশাক পড়ে পুজোর আনন্দে মেতে ওঠেন।
অবশ্য দুর্গা প্রতিমার ১০টি হাতের জায়গায় দেবী বালাইচণ্ডীর চারটি হাত রয়েছে। অসুর ও মোষের কোনও মূর্তি নেই। সিংহে বালাইচণ্ডীর পাশে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী দেবীর মূর্তি আছে। বিশ্বনাথ চক্রবর্তী ও বাসুদেব চক্রবর্তী বলেন, ৩০০ বছর আগে দশমীতে গ্রামে প্রাকৃতিক দুর্যোগে প্রচুর ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়। বহু মানুষ মারা যান। সেই থেকেই সমাজের মঙ্গল কামনায় বাসিন্দারা বালাইচণ্ডী পুজো শুরু হয়। তাঁরা জানান, রীতি অনুযায়ী যাতে বাসিন্দারা পুজোর্চনা করতে পারেন সে জন্য প্রতিমা বিসর্জন না দিয়ে বটগাছের নীচে প্রাচীন মন্দিরে রেখে দেওয়া হয়। প্রতি বছর বিশ্বকর্মা পুজোর পর দিন দেবী বিসর্জনের পরে মৃৎশিল্পীদের প্রতিমার বরাত দেওয়া হয়। বংশপরম্পরায় শিল্পীরা ওই প্রতিমা গড়েন। পুরোহিতরাও বংশ পরম্পরায় পুজো করছেন। পুজোর পাঁচ দিন পুরোহিতেরা মঙ্গল যজ্ঞ করেন। এর পর দূরদূরান্ত থেকে আসা ভক্তদের উৎসর্গ করা পাঁঠা ও পায়রা মন্দির চত্বরে বলি দেওয়া হয়। এ বছর পাঁঠা ও পায়রা মিলিয়ে ২০০টি বলি হয়েছে। কয়েকশো ভক্ত প্রতিদিন অঞ্জলি দেন। প্রসাদ হিসেবে ভক্ত ও বাসিন্দাদের মধ্যে খিচুড়ি, মিষ্টি ও ফল বিলি করা হয়। পুজো উপলক্ষে এক সপ্তাহ ধরে এই এলাকায় মেলা ও যাত্রার আসর বসে। প্রবীণ পুরোহিত সুরেশ চক্রবর্তী বলেন, “ফি বছর ১০ হাজারের বেশি ভক্ত সমাগম হয়।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.