কুণালকে দিল্লিতে আট ঘণ্টা জেরা |
তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষকে প্রায় ৮ ঘণ্টা ধরে জেরা করলেন কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রকের অফিসাররা। সারদা কাণ্ডের জেরে আগেই কুণালবাবুকে একাধিক বার জেরা করেছে রাজ্য পুলিশ। দিল্লিতে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে কুণালবাবুকে জেরা শুরু করেন সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের (এসএফআইও) তদন্তকারীরা। পরে সারদা মিডিয়ার প্রাক্তন সিইও কুণালবাবু বলেন, “সারদা গোষ্ঠীতে আমার নিয়োগপত্র, বেতন সংক্রান্ত নথি জমা দিতে বলেছিল এসএফআইও। তা আমি জমা দিয়েছি। তদন্তকারীদের জানিয়েছি, আমি সারদা গোষ্ঠীর মিডিয়া ব্যবসার দিকটিই দেখতাম। তাদের অন্য ব্যবসা কী ভাবে চলেছে তা আমার জানা নেই।”
পুরনো খবর: কুণালকে এ বার দিল্লিতে জেরা
|
জঙ্গলমহলের রাস্তা নিয়ে ক্ষুব্ধ মমতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঝাড়গ্রামের জঙ্গলমহলের পথে ৬ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা দেখে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী সুশীলকুমার শিন্দের কাছে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন টেলিফোনে তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়। মমতা তাঁকে জানান, বন্যা-পরিস্থিতি দেখতে যাওয়ার সময় তিনি ওই জাতীয় সড়ক দিয়ে জঙ্গলমহলে চলে যান। তখনই দেখেন, জাতীয় সড়ক খানাখন্দে ভরে গিয়েছে। সম্প্রতি যে সব জায়গায় মেরামতি করা হয়েছিল তারও অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, নিরাপত্তার দিক থেকেও রাস্তাটি গুরুত্বপূর্ণ। তাই এই সড়ক সারাই নিয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে অবিলম্বে কথা বলা উচিত বলে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। |