টুকরো খবর
মা ও মেয়ের দেহ
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক বধূ ও তাঁর শিশুকন্যাকে জলে ডুবিয়ে মারার অভিযোগ উঠল শাশুড়ি, ভাসুর-সহ শ্বশুরবাড়ির চার জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার ভেলাইডিহি গ্রামে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ওই গ্রামেরই একটি পুকুর থেকে ঝুমা কুণ্ডু (২৮) ও তাঁর মেয়ে বৃষ্টির (৭) দেহ উদ্ধার হয়। রাতেই মৃতার বাবা মন্টু দত্ত থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ঝুমাদেবীর শাশুড়ি রেনুকা কুণ্ডুকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পলাতক। ঝুমাদেবীর স্বামী বাবলু কুণ্ডু জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই তাঁর স্ত্রী ও মেয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন আত্মীয়ের বাড়িতে খোঁজ চালালেও স্ত্রী-কন্যার হদিস পাননি। বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দারা পুকুরে দু’টি দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাবলুবাবু গিয়ে দেহ শনাক্ত করেন। তাঁর অভিযোগ, “জায়গা জমি নিয়ে পরিবারের লোকেদের সঙ্গে আমাদের বিবাদ চলছিল। দাদা, মা, বৌদিরা প্রায়ই আমাদের উপর নির্যাতন চালাত। খুনেরও হুমকি দেওয়া হত।” ঝুমাদেবী এ বারের পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় ঘোষেরগ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী ছিলেন। ভোটে তিনি পরাজিত হন। এই ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে ছাতনা থানায় বৃহস্পতিবার স্মারকলিপি দেয় বিজেপি। সংগঠনের জেলা সহ-সভাপতি জীবন চক্রবর্তী বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনানুগ শাস্তি দিতে হবে।” পুলিশ জানিয়েছে, দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

দেহ মিলল দুই ভাইয়ের
দু’দিন নিখোঁজ থাকার পর বাঁশলই নদী থেকে মিলল দুই ভাইয়ের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে মুরারইয়ের সুমোরপুর লাগোয়া নদীতে দেহ দু’টি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরিবারের লোক ঘটনাস্থলে পৌঁছে দেহ দু’টি শনাক্ত করেন। পুলিশ জানায়, উদ্ধার হওয়া দেহ দু’টি প্রণয় সরকার (১৬) ও শুভ্রজ্যোতি সরকারের (১৫)। দু’জনেরই বাড়ি মুরারই থানার তিওড়পাড়ায়। গত মঙ্গলবার দুপুরে গ্রামের পুকুরে দুর্গা প্রতিমা ভাসানের পরে তিওড়পাড়া গ্রামের বাসিন্দা, পেশায় বিএসএফ জওয়ান বিশ্বজিৎ সরকার একমাত্র ছেলে শুভ্রজ্যোতি ও ভাইপো প্রণয়কে সঙ্গে নিয়ে লাগোয়া নদীতে স্নান করতে গিয়েছিলেন। পরে তিন জনেই নদীর জলের তোড়ে ভেসে যান। ওই দিন দুপুরেই বিশ্বজিৎবাবুর (৪৬) দেহ উদ্ধার হলেও দুই কিশোরের কোনও খোঁজ মিলছিল না। রামপুরহাট হাইস্কুলের কৃতী ছাত্র প্রণয় এ বারের মাধ্যমিকে ৬৩৯ নম্বর পেয়েছিল। তার বাবা প্রসেনজিৎ সরকার একই স্কুলে শিক্ষাকর্মী। এমন কৃতী ছাত্রের মৃত্যুতে স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা শোকে ভেঙে পড়েন।

তিন দেহ উদ্ধার
জলে তলিয়ে যাওয়া দুই বৃদ্ধের দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সকালে রঘুনাথপুর থানার মৌতোড় জলাধার থেকে উদ্ধার হয় রতন মুদি (৬৫) নামে এক বৃদ্ধের দেহ। দশমীর দিন রঘুনাথপুর থানারই বারসলিয়া গ্রামের বাসিন্দা রতনবাবু জলাধার পেরিয়ে পাশের চাঙ্গুড়ি গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পরে নিখোঁজ হন। বুধবার বিকেলে সারেঙ্গার সীতারামপুর গ্রামে একটি খালের পাশে ঝোপে স্থানীয় বাসিন্দা হেলু কোটালের (৬৩) দেহ মেলে। সোমবার তিনি মোষেদের স্নান করাতে গিয়ে তলিয়ে যান। বৃহস্পতিবার সকালে হুড়া থানার দরিয়াকাঁটা গ্রামের পুকুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার হয়।

জোড়া বন্দুক উদ্ধার
কংসাবতী নদীর চর থেকে মিলল দু’টি একনলা বন্দুক। বুধবার বিকেলে সারেঙ্গার ব্রাহ্মণডিহা গ্রামের কাছে কংসাবতীর চরে পুঁতে রাখা ওই দু’টি বন্দুক জলের তোড়ে বেরিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে বন্দুক দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “কে বা কারা ওই বন্দুক দু’টি পুঁতে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।”

হিড়বাঁধে ফুটবল
পুলিশের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা হল হিড়বাঁধে। দু’দিন ব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বেনাগেড়িয়া মার্শাল গাঁওতা। বুধবার ফাইনালে তারা ১-০ গোলে সীতারামপুর নেতাজি ক্লাবকে হারায়। মঙ্গলবার হিড়বাঁধের ফুটবল ময়দানে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খাতড়ার এসডিপিও কল্যাণ সিংহরায়। হাজির ছিলেন এসপি মুকেশ কুমার, হিড়বাঁধের ওসি সলিল পাল। ৩১টি দল যোগ দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.