এক যাত্রীকে মারধর করে টাকাপয়সা ছিনতাইয়ের পর তাঁর হাতের সোনার আংটি নজর পড়ে দুষ্কৃতীদের। কিন্তু চেষ্টা করেও তা না খুলতে পারায় ওই যাত্রীর আঙুল কেটে আংটি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার রাতে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকালে দেউলা স্টেশনে। সুমের সিং নামে আহত ওই যাত্রীকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রেলপুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হরিয়ানার পানিপথের বাসিন্দা সুমের বুধবার রাত পৌনে ১১টা নাগাদ শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার গামী ট্রেনে ওঠেন। তাঁর সঙ্গে এক মহিলাও ছিলেন। তাঁরা গঙ্গাসাগর যাচ্ছিলেন। রাত ১টা নাগাদ ট্রেনটি দেউলা স্টেশনে ঢোকার পর চার-পাঁচ জনের সশস্ত্র এক দুষ্কৃতীদল ট্রেনে ওঠে। ট্রেনে উঠে তারা সুমের সিংয়ের উপরে চড়াও হয়। তাঁর কাছ থেকে নগদ টাকাপয়সা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। মহিলার কাছ থেকেও রূপোর গয়নাগাটি ছিনিয়ে নেয়। হঠাই দুষ্কৃতীদের একজনের নজর পনে সুমেরের হাতের সোনাপর আংটিতে। সেটি ছিনিয়ে নিতে গেলে আঙুল থেকে তা খোলা যাচ্ছিল না। এর পরেই দেরি না করে দুষ্কৃতীরা আংটি সমেত সুমেরের আঙুলটাই কেটে আংটি হাতিয়ে পালিয়ে যায়। ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কেউ ধরা পড়েনি।
|
এক যুবককে খুনের ঘটনায় দুই প্রতিবেশীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে কাকদ্বীপের বামুনের মোড় এলাকায় শিবা কামার ও শঙ্কর হালদার নামে ওই দু’জনকে ধরা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হাজতের নির্দেশ দেন। বুধবার সকালে নিহত শঙ্কর মান্নার দেহ বামুনের মোড় এলাকায় তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার করে পুলিশ। নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় ধৃত শিবা ও শঙ্কর স্বীকার করেছে যে তারাই শ্বাসরোধ করে শঙ্করকে হত্যা করেছে। সম্ভবত পুরনো বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে। |