দেশে দুর্নীতি নিয়ে হৈচৈ তুঙ্গে। সেই দুর্নীতির শিকড় যথেষ্ট গভীরে বলে মন্তব্য করছে খোদ সুপ্রিম কোর্ট। এমনকী কয়লা কেলেঙ্কারিতে দেশের একেবারে প্রথম সারির এক শিল্পপতির দিকে অভিযোগের আঙুল তুলেছে সিবিআই। আর এই পরিস্থিতিতে কিছুটা উলট পুরাণের মতোই স্বচ্ছতায় সেরার শিরোপা ‘জিতে নিল’ ভারতীয় বহুজাতিকগুলি।
সম্প্রতি ১৬টি সম্ভাবনাময় অর্থনীতির দেশের বহুজাতিকগুলিকে নিয়ে দুর্নীতি নিয়ে সমীক্ষা করে আন্তর্জাতিক নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সেখানে ব্রিকস গোষ্ঠীর দেশগুলির (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা) মধ্যে স্বচ্ছতায় সেরার শিরোপা উঠেছে ভারতীয় সংস্থাগুলির মাথায়। এ বিষয়ে সবার পিছনে চিন। সমীক্ষার মতে, স্বচ্ছ ভাবে ব্যবসা করায় ভারতের বিভিন্ন সংস্থা অন্যান্য ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বহুজাতিকের তুলনায় বহু যোজন এগিয়ে। ব্যবসা করার সময় ভারতীয় সংস্থাগুলির স্বচ্ছতা বজায় রাখার মান রীতিমতো প্রশংসাযোগ্য।
অনেকেরই মতে, এই স্বীকৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ গত কয়েক বছর ধরেই একের পর এক দুর্নীতিতে জেরবার দেশ। আর্থিক কেলেঙ্কারিতে তলিয়ে গিয়েছে সত্যম। বার বার অভিযোগ উঠেছে কর্পোরেট দুনিয়ার সঙ্গে রাজনীতিক মহলের যোগসাজশের। শীর্ষ আদালতও মনে করছে যে এ দেশে দুর্নীতির শিকড় যথেষ্ট গভীরে। এই সময়ে দাঁড়িয়ে ভারতীয় সংস্থাগুলির এই স্বীকৃতি লাভ তাই হয়তো কিছুটা অপ্রত্যাশিত।
অনেকের মতে, এর থেকে বোঝা যায় বাইরের দুনিয়ায় দুর্নীতির ব্যাপ্তি কতটা। হয়তো তার তুলনায় ভারত অনেক স্বচ্ছ। তবে দুর্নীতি রোখার ক্ষেত্রে ভারতীয় আইনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তা স্বীকার করেছে ট্রান্সপারেন্সি। |