টুকরো খবর
ডলারে টাকা বাড়ল ৬০ পয়সা
টানা দু’দিন পড়ার পর বৃহস্পতিবার বাড়ল টাকা। এ দিন ডলারের সাপেক্ষে তা বেড়েছে ৬০ পয়সা। গত দু’সপ্তাহে যা টাকার সর্বোচ্চ বৃদ্ধি। দিনের শেষে ডলারের দাম দাঁড়িয়েছে ৬১.২৩ টাকা। আমেরিকায় শেষ মুহূর্তে ঋণের ঊর্ধ্বসীমা বাড়াতে রাজি হয়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। ফের চালু হয়েছে সরকারি কাজকর্ম। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সারা বিশ্ব। তার প্রভাব এ দিন দেখা গিয়েছে বিদেশি মুদ্রা লেনদেনের বাজারেও। মার্কিন সঙ্কট আপাতত কাটার নিশ্চিন্তিতে উঠেছে টাকা। শেয়ার বাজারে অবশ্য দেখা গিয়েছে উল্টো ছবি। মুনাফা ঘরে তোলার তাগিদে এ দিন সেনসেক্স নেমেছে ১৩২.১১ অঙ্ক। পতনে ইন্ধন জুগিয়েছে গতকাল বিশ্বব্যাঙ্কের বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাইও। এ দিন মূল্যায়ন সংস্থা মুডিজও জানিয়েছে, ৮% বৃদ্ধির জমানা আর কোনও দিনই ফিরবে না। তবে দু’বছরেই তা ৬.৫ শতাংশে পৌঁছবে বলে তাদের আশা।

ভারতে ৩০০ কর্মী ছাঁটবে এইচএসবিসি
দেশে মিউচুয়াল ফান্ডের মতো বিভিন্ন সঞ্চয় প্রকল্প বিক্রি (রিটেল ব্রোকিং) ও শেয়ার বাজারে লগ্নির জন্য ডি-ম্যাট অ্যাকাউন্ট খোলার (ডিপোজিটরি) ব্যবসা থেকে সরে যাচ্ছে এইচ এস বি সি। এর জেরে ভারতে প্রায় ৩০০ কর্মী চাকরি হারাবেন বলে জানান ব্যাঙ্কের মুখপাত্র। সংস্থা সূত্রে খবর, কঠোর প্রতিযোগিতা ও লাভের সুযোগ কম থাকায় ভারতে এই ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত তাদের। তবে শুধু ভারতই নয়, ২০১১-র শুরুতে চিফ এগ্জিকিউটিভ পদে স্টুয়ার্ট গালিভার আসার পর থেকে এ পর্যন্ত সারা বিশ্ব জুড়ে প্রায় ৫০টি ব্যবসা গুটিয়ে নিয়েছে ইউরোপের এই বৃহত্তম ব্যাঙ্ক। ইঙ্গিত মিলেছে, এইচএসবিসি এ দেশে তাদের জীবনবিমা ব্যবসার যৌথ উদ্যোগের শেয়ার বিক্রির জন্যও কথাবার্তা চালাচ্ছে।

এনএসইএল কাণ্ডে গ্রেফতার আরও এক
এনএসইএলে বেআইনি লেনদেনে জড়িত থাকার অভিযোগে এ বার স্পট এক্সচেঞ্জটির প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এগ্জিকিউটিভ অফিসার অঞ্জনি সিংহকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে। টানা দু’দিন সিংহ এবং তাঁর স্ত্রীকে জেরা করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং মুম্বই পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা। শেষ পর্যন্ত এনএসইএলের টাকা তছরুপে তাঁকে গ্রেফতার করা হল। এর আগে ওই একই অভিযোগে স্পট এক্সচেঞ্জের আরও দুই প্রাক্তন কর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গমের সহায়ক মূল্য
গমের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টল পিছু ৫০ টাকা বাড়িয়ে ১,৪০০ টাকা করল কেন্দ্র। চলতি রবি মরসুমে গমের উৎপাদন বাড়াতে কৃষকদের উৎসাহ দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

ব্যবসা সম্প্রসারণে
ভারতের বাজারে পা রাখল মার্কিন সংস্থা সেঞ্চুরি-২১ রিয়েল এস্টেট। এ দেশে তাদের প্রথম ফ্র্যাঞ্চাইজি খুলতে অলকেমিস্ট গোষ্ঠীর সঙ্গে চুক্তি করল তারা। বাড়ি-ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে বিশ্বের অন্যতম বৃহৎ ওই মার্কিন সংস্থার মাস্টার ফ্র্যাঞ্চাইজর হিসেবে এ দেশে কাজ করবে অলকেমিস্ট। কাজ চালাবে সেঞ্চুরি-২১ ইন্ডিয়া নামে। এর মাধ্যমে ভারতে তাদের ব্র্যান্ড-নাম ছড়িয়ে পড়বে বলে আশাবাদী মার্কিন সংস্থাটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.