কাক, শুভাপ্রসন্ন আর গৌতম
বিষয় আর বিষয়ী কি কখনও একাকার হয়ে যায়? সৃজনপ্রক্রিয়ায় থাকে না দুইয়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবধান? গৌতম ঘোষের নতুন তথ্যচিত্র: ‘শুভা অ্যান্ড মি।’
গৌতম ঘোষ।
নামটা জানার পর এমনই এক দার্শনিক জিজ্ঞাসা ভিতরে ভিতরে খোঁচাচ্ছিল। এ তা হলে শুধুই শুভাপ্রসন্নকে নিয়ে তথ্যচিত্র নয়। চিত্রশিল্পী ও ডকু-মেকারের যুগ্ম যাত্রা!
সিনেমা দেখে বোঝা গেল, নামটি ধার-করা। জার্মানিতে গুন্টার গ্রাস ও শুভাপ্রসন্ন একসঙ্গে ছবি আঁকছেন। ছবির নীচে ‘টিনড্রাম’-এর লেখক লিখে দিলেন, ‘শুভা অ্যান্ড মি।’ গৌতম ঘোষ সেই নামটিই ধার করেছেন। ইংরেজি সর্বনামের আড়ালে গুন্টার গ্রাস থেকে গৌতম ঘোষ কত বিষয়ই যে লুকিয়ে থাকল!
তথ্যচিত্রের সব চেয়ে উল্লেখ্য দৃশ্য: গঙ্গার ধারে একটি কুকুরের ভিজে ঢোল হয়ে-যাওয়া মৃতদেহ। একটি কাক সেই মরা কুকুরের চোখ খুবলে খাচ্ছে। ‘হাইড্রান্ট খুলে কুষ্ঠরোগী চেটে নেয় জল’ গোছের জীবনানন্দীয় চেতনার কথা মনে পড়তে পারে। শুভাপ্রসন্নর অন্যতম দিগ্দর্শন ছিল এই সব কাকেরা। “কাক আমার কাছে কলকাতার প্রতীক। কাকের কালোর মধ্যে আমি অনেক রং দেখতে পাই,” তথ্যচিত্রে চারকোলে ছবি আঁকতে আঁকতে বলছেন শুভাপ্রসন্ন। এই শিল্পীর আঁকা কাকের মধ্যে ধূসর, হাল্কা নীল কত রং-ই যে ফুটে ওঠে, বঙ্গসংস্কৃতি জানে। কাকের প্রসঙ্গে এখানে এসেছে ব্রিটিশ কবি টেড হিউজের কথাও।
হি স্টাফ্ড ইনটু মেন দ্য টেল হাফ
উইথ দ্য উডেন এন্ড হ্যাঙ্গিং আউট
’...
কাকচরিত্র নিয়ে এ রকম কত কথাই যে ছিল তাঁর কবিতায়। শুভাপ্রসন্ন তাঁর কাকের ছবির কথা টেড হিউজকে জানিয়েছিলেন, টেড কলকাতায় আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার আগেই তাঁর মৃত্যু হয়। টেড হিউজ অবশ্য স্ত্রী সিলভিয়া প্লাথের মৃত্যুর পর কাকের কবিতাগুলি লিখেছিলেন। ফলে ‘স্টাফ্ড ইনটু মেন দ্য টেল হাফ’-এর মতো যৌনতার আবছা অনুষঙ্গ ছিল। শুভাপ্রসন্নর দুই কাকের মধ্যেও কি রয়ে যায় সেই ইঙ্গিত? তথ্যচিত্র এই প্রসঙ্গে নীরব।
তথ্যচিত্র সরব অন্য প্রসঙ্গে। শুভাপ্রসন্নর ছবি আঁকার দৃশ্যগুলির মধ্যে মাঝে মাঝেই আছড়ে পড়েছে ‘কালবেলা’ থেকে ‘পার’, ‘মনের মানুষ’, ‘আবার অরণ্যে’র ফুটেজ। কেন কে জানে! চিত্রশিল্পী আর ফিল্মমেকারের যুগ্ম যাত্রা দুনিয়ায় বিরল নয়। সালভাদর দালি-লুই বুনুয়েল, অ্যান্ডি ওয়ারহল-জ্যাক স্মিথ অনেক কথাই মনে পড়তে পারে। কিন্তু এই ভাবে একই প্রজন্মকে ধরা যায়? ১৯৪৭ সালে জন্মানো শুভাপ্রসন্ন ভট্টাচার্য এই শহরের অন্যতম ‘মিডনাইট্স চিলড্রেন’, সেটাও বলা
হল না।

গুন্টার গ্রাস ও শুভাপ্রসন্ন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.