এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে মা’কে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার বিকলডাঙা এলাকায়। নিহতের নাম চুনি কিস্কু (৪০)। তাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত ছেলের নাম সরকার মুর্মু। বুধবার সকালে পড়শির থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তের মামার বাড়ি থেকে দেহ উদ্ধার করে। এসডিপিও স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকার মুর্মুর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়।”
|
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় বাইক আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কোকনা এলাকার ইটাহার-বালুরঘাট রাজ্য সড়কে। পুলিশ জানায়, মৃতদের নাম লালু সাহানি (২৩) ও মিঠুন বিশ্বাস (২৬)। তাঁদের বাড়ি রায়গঞ্জ থানার কোকরা এলাকায়। এদিন মৃতরা আরেক বন্ধুর সঙ্গে বাইকে পতিরাজের দিকে যাচ্ছিলেন। লালুবাবু বাইকটি চালাচ্ছিলেন। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারেন। দুই জন ঘটনাস্থলে মৃত্যু হয়। আরেকজন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
|
বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামী-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত আরও ৩ জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মৃত বধূর নাম পারুল সরকার (২৩)। নবমীর দিন সকালে শোওয়ার ঘর থেকে পারুলের মৃতদেহ উদ্ধার হয়। পারুলের ভাই তাপস জানান, পণের দাবিতে বোনকে খুন করা হয়েছে। পুলিশ ওই ঘটনায় একটি অনিচ্ছাকৃত খুনের মামলা করে বধূর স্বামী ও দেওরকে ধরেছে।
|
৩০০ বছরের প্রাচীন ময়না বিষহরি ঠাকুরানীর আরাধনা ও মেলা শুরু হল। একাদশীর দিন থেকে শুরু হয়েছে আরাধনা। বুধবার থেকে শুরু হয়েছে উৎসব।
|
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন গোপাল মিশ্র। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন গোপালবাবু আগামী ২২ অক্টোবর উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন। গত মাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অচিন্ত্য বিশ্বাস ইস্তফা দেন। আপাতত ৬ মাসের জন্য গোপালবাবু উপাচার্যের দায়িত্বে সামলাবেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শ্যামসুন্দর বৈরাগ্য জানান, ২২ অক্টোবর গোপালবাবু মালদহে আসবেন।
|
তড়িদাহত হয়ে মৃত্যু হল এক বালকের। মালদহের রতুয়ার মাগুড়ায় বুধবার সকালে। মৃতের নাম সমীর দাস (১২)। এই দিন শৌচকর্ম করতে গিয়ে তড়িদাহত হয় সে। |