|
|
|
|
কলেজে লুঠপাট নকল রাইফেল, যুদ্ধ পোশাক |
নিজস্ব সংবাদদাতা • জামবনি |
কলেজে নিরাপত্তারক্ষীদের কপালে বন্দুক ঠেকিয়ে এনসিসি প্রশিক্ষণের পোশাক, ‘ব্যাটল ফেটিগ’ (যুদ্ধের পোশাক) ও নকল রাইফেল নিয়ে পালাল দুষ্কৃতীরা। পশ্চিম মেদিনীপুরের জামবনির কাপগাড়িতে সেবাভারতী মহাবিদ্যালয়ে মঙ্গলবার রাতের ঘটনা।
বুধবার সকালে ঘটনাস্থলে যায় জামবনি থানার পুলিশ। পুলিশের একাংশের অনুমান, পরবর্তী কালে ডাকাতিতে ব্যবহার করার মতলবে স্থানীয় দুষ্কৃতীরা এই লুঠপাট করেছে। ঝাড়গ্রাম পুলিশ জেলার দায়িত্বপ্রাপ্ত সুপার ভারতী ঘোষের মন্তব্য, “এটা তেমন কোনও ঘটনা নয়।” তবে রাজ্য পুলিশের এক কর্তা জানিয়েছেন, এক সময় জামবনিতে রীতিমতো প্রভাব ছিল মাওবাদীদের। কলেজে লুঠপাটের এই ঘটনার তদন্তের সময়ে সে কথাও মাথায় রাখা হচ্ছে।
জঙ্গলমহলের জলমগ্ন এলাকার বাসিন্দাদের ত্রাণ বিলি করতে মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ঝাড়গ্রামে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জামবনির ঘটনাটি ঘটে রাত ১১টা নাগাদ। কলেজে এখন পুজোর ছুটি চলছে। তিন নিরাপত্তারক্ষী অমর চট্টরাজ, পতিত পাত্র ও ধ্রুবরাজ গাঁতাইত কলেজ চত্বরেই ছিলেন।
ধ্রুবরাজ বলেন, “রাত ১১টা নাগাদ হঠাৎ জনা পাঁচেক মুখে কাপড় বাঁধা লোক বন্দুক হাতে নিয়ে আমাদের ঘিরে ধরেছে।” কলেজের প্রধান ফটক লাগোয়া ছোট গেটটি খোলা ছিল। তা দিয়েই দুষ্কৃতীরা ভেতরে ঢোকে বলে নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন। ধ্রুবরাজের দাবি, “দুষ্কৃতীরা আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে কলেজের মূল ভবনের গেট খুলতে বাধ্য করে।”
ওই ভবনের দোতলাতেই রয়েছে কলেজের এনসিসি ইউনিটের ঘর। সেখান থেকে দুষ্কৃতীরা মোট ১০টি নকল রাইফেল (ডামি), আটটি খাকি রঙের পোশাক, পাঁচটি লালচে ‘ব্যাটল ফেটিগ’, দু’টো জুতো এবং একটি টুপি নিয়ে গিয়েছে বলে অভিযোগ কলেজের এনসিসি ইউনিটের ইন-চার্জ বিনোদ চৌধুরীর। সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষা সুতপা ঘোষ বলেন, “নিরাপত্তারক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট হয়েছে।”
একটা সময় জামবনিতে রীতিমতো সক্রিয় ছিল মাওবাদীরা। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পরে এখানকারই বুড়িশোল জঙ্গলে দেহ মিলেছিল মাওবাদী শীর্ষ নেতা কিষেনজির। কাপগাড়ি পঞ্চায়েতের এক ঝাড়খণ্ডী মহিলা প্রধানকে এক সময় মাওবাদী যোগসাজসের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। জামবনির লালবাঁধ গ্রামেই বাড়ি মাওবাদী স্কোয়াড নেতা জয়ন্ত ওরফে সাহেবরাম মুর্মুর। জয়ন্ত এখনও ফেরার। স্থানীয় সূত্রে খবর, কিছু দিন আগে এক বার তিনি বাড়িতে এসেছিলেন। সব মিলিয়ে জামবনির একটা মাওবাদী অনুষঙ্গ আছেই। সেই এলাকায় কলেজে হানা দিয়ে এ ভাবে যুদ্ধের পোশাক, নকল রাইফেল লুঠ অনেককেই ভাবাচ্ছে।
|
খেজুরিতে হবে আবাসিক স্কুল |
সর্বশিক্ষা অভিযানে খেজুরি-১ ব্লকে পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি আবাসিক হাইস্কুল তৈরি হচ্ছে। জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন বলেন, সর্বশিক্ষা অভিযানে পিছিয়ে পড়া খেজুরি ১ ব্লকে আবাসিক বিদ্যালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ। টাকা দু’দফায় দেবে সর্বশিক্ষা মিশন। তবে, এখনও স্কুলের জন্য জায়গা বাছা হয়নি। |
|
|
|
|
|