সচিনের শেষ টেস্টের উইকেটে আগেই নামতে পারেন লক্ষ্মীরা
ডেনে সচিনের শেষ টেস্টের মঞ্চ পরখ করে দেখার দায়িত্ব পেতে পারেন লক্ষ্মীরতন শুক্লরা।
যে ২২ গজে সচিন তেন্ডুলকর আগামী ৬ নভেম্বর থেকে তাঁর জীবনের ১৯৯তম টেস্ট খেলতে নামবেন, সেই উইকেটে বাংলার প্রথম রঞ্জি ম্যাচ করিয়ে দেখে নিতে চান ইডেনের কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়। যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রঞ্জি ম্যাচের আগেই। তবে লক্ষ্মীরা ইডেনে সচিনের শেষ টেস্টের উইকেটে খেলতে চাইলে তাঁর কোনও আপত্তি নেই বলে জানালেন কিউরেটর।
বরোদার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলা এ বারের রঞ্জি অভিযান শুরু করবে ২৭ অক্টোবর। ম্যাচটি টিভিতে সরাসরি দেখানোর কথা বলে ইডেনেই হওয়ার কথা। টেস্টের উইকেটেই সেই ম্যাচ হতে পারে বলে ইঙ্গিত দিলেন প্রবীর। বললেন, “ওই ম্যাচ টেস্টের উইকেটে হতেই পারে। তা নির্ভর করছে আমাদের বাংলার ক্রিকেটারদের ওপরই। ওরা খেলতে চাইলে হতে পারে।” যদিও সিএবি-র অন্যতম যুগ্মসচিব সুজন মুখোপাধ্যায় বললেন, “সেটা সম্ভব হবে বলে মনে হয় না। এ রকম একটা স্মরণীয় টেস্টের আগে ওই উইকেটে রঞ্জি ম্যাচ খেলানোর ঝুঁকি নেওয়াটা ঠিক হবে কি না জানি না। আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।” সচিনের টেস্ট গড় যেখানে ৪৭.৮৮, দু’টি সেঞ্চুরি করে গিয়েছেন যে ইডেনে সেখানে এ বার তাঁর পছন্দসই উইকেটই পাবেন তিনি, বুধবার বিকেলে ইডেনে দাঁড়িয়ে জানালেন কিউরেটর প্রবীর। বললেন, “এই উইকেটে ব্যাট করতে নেমে আনন্দ পাবে সচিন। যদিও যে ছেলেটা ২০০ টেস্ট খেলতে চলেছে, তার পছন্দসই উইকেট বলে কিছু হয় কি না জানি না। তা ছাড়া ইডেনের উইকেট নিয়ে ও কখনও অভিযোগও করেনি আমার কাছে।” রোহতাকে যে মাঠে সচিন তাঁর শেষ রঞ্জি ম্যাচ খেলবেন, সেই মাঠেই লক্ষ্মীরা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে বুধবার দিল্লিতে এলেন। হরিয়ানার বিরুদ্ধে তিনটি দু’দিনের ম্যাচের একটিতে জেতে বাংলা ও দু’টিতে ড্র করে। তবে ফলাফলে গুরুত্ব না দিয়ে দলের ম্যাচ প্র্যাক্টিসে বেশি খুশি কোচ অশোক মলহোত্র।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.