ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সঙ্গে বিবাদে জ্বালা গাট্টার পাশে দাঁড়ালেন কিংবদন্তি প্রকাশ পাডুকোন। জ্বালাকে আজীবন নির্বাসনে পাঠানোর সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলে প্রকাশ সাফ জানিয়েছেন, এ ক্ষেত্রে বাই যা করেছে সেটা পুরোপুরি অন্যায়। গত বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের রায় কিছুটা স্বস্তি দিয়েছিল শাস্তির বিরুদ্ধে লড়াইয়ে নামা জ্বালাকে। এ বার প্রকাশের মতো ব্যক্তিত্ব বাই কর্তাদের তুলোধনা করায় হায়দরাবাদি ডাবলস তারকার হাত আরও মজবুত হল। আরও কোণঠাসা হয়ে পড়লেন বাই প্রেসিডেন্ট অখিলেশ দাশগুপ্ত। প্রকাশ বলেছেন, “খেলোয়াড়ের কোনও বক্তব্য না শুনে তাকে শাস্তি দেওয়াটা পুরোপুরি অন্যায়।” এতেই না থেমে প্রকাশ যোগ করেন, “এই রকম অন্যায় বাই আমাদের সময়েও করত। সেই ট্র্যাডিশনই চলছে। জ্বালার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়ে কর্তারা ভুল করেছে। এ ভাবে কাউকে আজীবন নির্বাসনে পাঠানো হাস্যকর।” এর আগে দিল্লি হাইকোর্টের রায়ও জ্বালার পক্ষে যায়। তিন সদস্যের কমিটি যতদিন না রিপোর্ট জমা দিচ্ছে, ততদিন জ্বালা কোনও টুর্নামেন্টে নামতে পারবেন না বলে নির্দেশ দেয় বাই। আদালত যা বাতিল করে রায় দেয়, রিপোর্ট জমা না পড়া পর্যন্ত জ্বালাকে খেলতে দিতে হবে।
|
স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে শনিবার ওকোলি ওডাফাকে নামিয়ে দিতে পারেন করিম বেঞ্চারিফা। আই লিগে মোহনবাগানের হাল ফেরাতে তিনি এতটাই মরিয়া যে বুধবার যুবভারতীতে অনুশীলনের পর মরক্কান কোচ বলে দিলেন, “ওডাফাকে খেলানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব।” করিম চাইলেও ওডাফা কি মাঠে নেমে সেরাটা দিতে পারবেন? চোট সারিয়ে এ দিন-ই প্রথম দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেললেন ওডাফা। মোহন অধিনায়ককে দেখে অবশ্য পুরো ফিট মনে হয়নি। |