|
|
|
|
শীলাকে টক্কর দেবে কে, ধন্দে বিজেপি |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ভোট আর মেরেকেটে দেড় মাস। অথচ খাস রাজধানীতে বিজেপির কোন্দল থামার নাম নেই। শীলা দীক্ষিতের বিরুদ্ধে দল কাকে মুখ্যমন্ত্রী প্রার্থী করবে, তা নিয়ে মতবিরোধ চরমে উঠেছে।
বিজেপির শীর্ষ নেতৃত্বের সিংহভাগই মনে করছেন, সামনে যে পাঁচ রাজ্যে নির্বাচন, তার মধ্যে দিল্লিতেই তাঁদের জেতার সম্ভাবনা কম। এখানে দলকে নেতৃত্ব দিচ্ছেন বিজয় গয়াল। যাঁর নিচুতলায় জনভিত্তি ভাল, কিন্তু রাজ্য নেতাদের অধিকাংশই তাঁকে পছন্দ করেন না।
এই নেতাদের মতে, শীলাকে টক্কর দিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী হর্ষবর্ধনের মতো একটি ভরসাযোগ্য মুখ দরকার। বিশেষ করে কংগ্রেস বিরোধিতায় অরবিন্দ কেজরিওয়ালদের মতো নতুন শক্তি যেখানে বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। লালকৃষ্ণ আডবাণী থেকে অরুণ জেটলি সকলের একই মত। কিন্তু গয়াল কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, এই প্রস্তাব কার্যকর করা হলে তিনি বিদ্রোহ করবেন। ভোটের মুখে যেখানে দলের অবস্থা এমনিতেই ভাল নয়, সেখানে এই গয়ালের হুমকির পর হর্ষবর্ধনকে নিয়ে আপাতত কোনও রকম তাড়াহুড়ো না-করারই সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতৃত্ব। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব তাতে থামেনি।
গয়ালের সব চেয়ে বড় শক্তি দলের সভাপতি রাজনাথ সিংহ। কিন্তু দলের অন্য নেতারা প্রশ্ন তুলছেন, আডবাণী-সুষমা স্বরাজদের আপত্তি উপেক্ষা করে রাজনাথ যখন নরেন্দ্র মোদীকে প্রথমে প্রচার কমিটির প্রধান ও পরে প্রধানমন্ত্রী প্রার্থী করার মতো সিদ্ধান্ত নিতে পারলেন, তখন গয়ালের পরিবর্তে স্বচ্ছ ভাবমূর্তির হর্ষবর্ধনকে কেন তুলে ধরতে পারছেন না?
রাজনাথ শিবিরের যুক্তি, সমস্যা একটাই। মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী চাইছিলেন দলের নিচুতলার সমর্থক ও কর্মীরা। যে নেতারা তাতে আপত্তি তুলছিলেন, মোদীর তুলনায় তাঁদের জনভিত্তি কম। কিন্তু দিল্লির নির্বাচনে সংগঠনের উপরে ভালই দখল রয়েছে গয়ালের। তাঁকে চটালে দল ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। গয়ালের মতে, হর্ষবর্ধনের ব্যক্তিত্ব এমন নয়, যে তিনি শীলার সঙ্গে টক্কর দিতে পারবেন। তা ছাড়া, হর্ষবর্ধনকে আনলে কি দল রাতারাতি শক্তিশালী হবে?
অগত্যা গয়ালকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন দিল্লির দায়িত্বে থাকা নিতিন গডকড়ী। গত কাল আডবাণীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। আজ পৃথক বৈঠক করেন সঙ্ঘের নেতা রামলাল ও গয়ালের সঙ্গে। ক’দিন আগে মোদীর সঙ্গে বৈঠক করতে গাঁধীনগরে গিয়ে মোদীর সঙ্গে গয়ালের কথাও বলিয়ে দেন গডকড়ী। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। আজ বাধ্য হয়ে একটি লিখিত বিবৃতি জারি করেন তিনি। তাতে গডকড়ী বলেন, “দিল্লিতে এখনই কাউকে মুখ্যমন্ত্রী পদের জন্য বাছা হয়নি। এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত দলের সংসদীয় বোর্ড নেবে।” |
|
|
|
|
|