প্রবীণদের জন্য বিশেষ উদ্যান
“কেবল বয়স্কদের জন্য”। রীতিমতো বিজ্ঞপ্তি থাকবে উদ্যানের প্রবেশপথে। তৈরি হচ্ছে পূর্ব ভারতের প্রথম ‘দাদু দিদার পার্ক’। নিউ টাউনের অ্যাকশন এরিয়া ওয়ানে শুরু হয়েছে তার প্রাথমিক কাজ।
‘হিডকো’র এই প্রকল্পে সামিল হয়েছে প্রবীণদের জন্য কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উদ্যান তৈরির জন্য বরাদ্দ হয়েছে আড়াই একরের উপর জমি। ‘হিডকো’র চেয়ারম্যান তথা নগরোন্নয়ন সচিব দেবাশিস সেন বলেন, “মহারাষ্ট্রে ‘নানা-নানি পার্ক’ নামে এ রকম একটা উদ্যান আছে। ওঁদের প্রকল্প সম্পর্কে সবিস্তার খোঁজ করে আমাদের মতো করে উদ্যান গড়ছি।” প্রকল্পের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে সুপর্ণা মিত্র বলেন, “এ রকম একটা প্রকল্প মানসিক, শারীরিক সব দিক থেকেই বয়স্কদের সহায়ক। প্রকল্পটির মানোন্নয়নের জন্য আমরা ‘হিডকো’-কে আমাদের পরামর্শ দিয়েছি।”
কেমন হবে প্রস্তাবিত ‘দাদু দিদার পার্ক’? কমিউনিটি হল থেকে প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, কফিশপ থেকে শরীরচর্চা কেন্দ্র, বাগান, পশুশালা, গ্রন্থাগার, ভিডিও সেন্টার সবই থাকবে উদ্যানে। “এক কথায় প্রবীণদের উপযোগী এবং প্রয়োজনীয় যাবতীয় উপকরণ রাখা হবে ওখানে,” বললেন দেবাশিসবাবু। তিনি আরও বলেন, “পশুপাখির শাবক দত্তক নেওয়ার সুযোগও মিলবে এখানে। তা ছাড়া, প্রবীণেরা নিজের হাতে এখানে বাগান করতে পারবেন।” দেবাশিসবাবু জানান, বয়স্ক-অশক্তদের কথা ভেবে পার্কের ভিতরে টালিতে বাঁধানো রাস্তার এক দিকে রেলিং দেওয়া হবে। থাকবে বয়স্কদের উপযোগী দোলনা।
রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম বলেন, “এক দিকে মানুষের গড় জীবনকাল বেড়ে চলেছে, অন্য দিকে যৌথ পরিবারের অভাবে বাড়ছে মানুষের একাকীত্ব। সে দিক থেকে আমাদের প্রস্তাবিত এই প্রকল্পের একটা সামাজিক গুরুত্ব রয়েছে।”
নিউ টাউনে ‘অ্যাক্সিস মল’কে ডান দিকে রেখে একটু এগোলে নারকেলবাগানের আগেই বাঁ দিকে গড়ে উঠবে এই উদ্যান। যার ঠিক পাশে প্রায় তিন একর জায়গার উপর হবে একটি স্থায়ী মেলাপ্রাঙ্গণ। প্রকল্পের প্রাথমিক নির্মাণকাজ শুরু হয়েছে। খরচ কত হবে, তার আন্দাজ দিতে পারেননি দেবাশিসবাবু। তবে তিনি জানান, অর্থাভাবে প্রকল্প আটকে যাওয়ার কোনও আশঙ্কা নেই।
হিডকোর চেয়ারম্যান বলেন, “চঞ্চল বাচ্চাদের নিরাপত্তার কথা মাথায় রেখে নিউ টাউনের বিভিন্ন শিশু উদ্যান মূল রাস্তার পাশে না করে একটু ভিতর দিকে হয়েছে বা হচ্ছে। কিন্তু প্রবীণদের চুপচাপ বসে চলমান জীবন দেখার সুযোগ করে দিতে ‘দাদু দিদার পার্ক’ হচ্ছে রাস্তার পাশেই।”
নিউ টাউনে বয়স্ক-চিকিৎসা এবং গবেষণার একটি প্রকল্প গড়তে বছর দেড়েক আগে ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ ঘোষণা করেছিল হিডকো। তাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও সাড়া মেলেনি। দেবাশিসবাবু বলেন, “আমরা ফের ওই প্রকল্পের জন্য আবেদন করব।” এর জন্য বরাদ্দ রয়েছে ২ একর জমি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.