ছুরিতে জখম কাটোয়ার ছাত্র
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আহত মতিলালবাবু।—নিজস্ব চিত্র। |
পেটে ছুরির আঘাত নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এক কলেজ ছাত্র। আহত অবস্থায় ভর্তি রয়েছেন তাঁর বাবাও। আহত ছাত্রের নাম বকুল বালা ও তাঁর বাবার নাম মতিলাল বালা। তাঁদের বাড়ি কাটোয়ার আতুহাটে। হাসপাতালের জরুরি বিভাগের শয্যায় শুয়ে মতিলালবাবুর দাবি, “আমরা তৃণমূল সমর্থক। কংগ্রেসের হুমকি উপেক্ষা করে আমরা গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করেছি। সেই রাগেই আমাদের উপর হামলা করেছে কংগ্রেস।” যদিও কংগ্রেস অভিযোগ করেছে। কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি, “এর পিছনে রাজনীতি নেই। এটা পারিবারিক গণ্ডগোলের ফল।”
|
অস্বাভাবিক মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজীব সরেন (২০)। বাড়ি রায়নার বনতির গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুর্গাপুজোয় ঠাকুর দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে বচসার জেরে আত্মঘাতী হয়েছেন তিনি। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে তিনি নিজের বাড়িতে কীটনাশক খান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। মৃতের স্ত্রী গঙ্গামণি সোরেন জানিয়েছেন, মঙ্গলবার তাঁদের বর্ধমানের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখবার কথা ছিল। স্বামী রাজি না হওয়ায় তাঁদের মধ্যে বচসা হয়েছিল।
|
বিদ্যুৎস্পৃষ্ট, মৃত ৩
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তিনজনের। বুধবার বিকেলে সামন্তি গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতদের নাম কল্যাণী কোরা (২৭), ভাদুরি কোরা (১০) ঝন্টু মণ্ডল (২৬)। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ঝন্টু শ্যালো পা ঘরের কাছে ঘাস কাটতে গিয়েছিলেন। তখনই খোলা তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে বাঁচাতে আসেন কল্যাণী ও ভাদুরি। বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরাও। তিনজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়।
|
জামুড়িয়া
ফুটবল প্রতিযোগিতা। বীরকুলটি এইচএস মাঠ। বিকাল সাড়ে তিনটে। উদ্যোগ: আদিবাসী ক্লাব।
কেতুগ্রাম
ফুটবল প্রতিযোগিতা। মাসুন্দি। দুপুর ২টো। উদ্যোগ: পল্লীমঙ্গল সমিতি। |