নৈশ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে আজ, বুধবার থেকে নৈশ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নক আউট পর্বের ওই ফুটবল প্রতিযোগিতা হবে। ১১৫ পয়েন্টের ওই প্রতিযোগিতা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। যোগ দেবে, ইস্টবেঙ্গল ফুটবল অ্যাকাডেমি, জর্জ টেলিগ্রাফ ক্লাব, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, শিলিগুড়ি ফুটবল অ্যাকাডেমি, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, মোহনবাগান স্পোর্টিং ক্লাব, উত্তর ২৪ পরগনার শ্যামনগর সবুজ সঙ্ঘ, দক্ষিণ ২৪ পরগনার বসিরহাট কিশোর বাহিনী, ভিএনসি মর্নিং সকার কোচিং সেন্টার।
|
গত দু’বারের চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল এ বার দলীপ ট্রফিতে সেমিফাইনালেই ছিটকে গেল। কোচির নেহরু স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জেতে উত্তরাঞ্চল। প্রথম তিন দিন মিলিয়ে ২০৮ ওভার খেলার পর শেষ দিন এক বলও খেলা না হওয়ায় রিজার্ভ ডে-তেও ম্যাচ নিয়ে গিয়েও এক ওভারও আর করা সম্ভব হয়নি। উত্তরাঞ্চল প্রথম ইনিংসে ইয়ান দেব সিংহ (১৪৫), উন্মুক্ত চন্দ (১১৬), রজত পালিওয়াল (১০৬ নঃআঃ), নীতিন সাইনি (১০১ নঃআঃ)-র এক গণ্ডা সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটে ৫৯১ রানে ডিক্লেয়ার করে। অশোক দিন্দা পান মাত্র এক উইকেট। জবাবে মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, সৌরভ তিওয়ারি বিহীন পূর্বাঞ্চল ১ উইকেটে ৩২ রান তুলতে পেরেছিল। একমাত্র উইকেট পান হরভজন সিংহ।
|
অধিনায়ক চেতেশ্বর পূজারার ট্রিপল সেঞ্চুরি (৩০৬ নঃআঃ) ও অনেক দিন পর চোট থেকে সেরে ওঠা জাহির খানের পুরনো ফর্মে বোলিংয়ের দাপটে (দ্বিতীয় উনিংসে ৪-৫৯) ভারত ‘এ’ শেষ বেসরকারি টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’-কে ইনিংস ও ৫৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ১-১ ড্র রাখল। জাতীয় দল থেকে ছিটকে পড়া গৌতম গম্ভীর ‘এ’ দলের একমাত্র ইনিংসে সেঞ্চুরি (১২৩) করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে চার নম্বরে নেমে সহবাগ (৩৮) ফের বড় রান করতে ব্যর্থ। পূজারা তিনে নেমে ন’ঘণ্টা ৩৯ মিনিট ক্রিজে থেকে ৪১৫ বল খেলেন। ট্রিপল সেঞ্চুরিতেও ওভার বাউন্ডারি নেই। ৩৩টি বাউন্ডারি। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দু’ইনিংসে করে ২৬৮ ও ২৪২ রান। ভারত ‘এ’ ৫৬৪-৯ ডিঃ। জাহিরের ম্যাচে ৫ উইকেট।
|
এন শ্রীনিবাসন বিসিসিআইয়ের প্রেসিডেন্টের মসনদে সুুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহাল হওয়ার আগে তাঁর মালিকানাধীন চেন্নাই সুপার কিংসের অস্ট্রেলীয় তারকা ব্যাটসম্যান মাইক হাসির মন্তব্য ছিল, শ্রীনির স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত জামাই গুরুনাথ মইয়াপ্পন-ই সিএসকে টিম চালাতেন আইপিএলে। নিজের লেখা বই-তে চাঞ্চল্যকর মন্তব্য করার কয়েক দিনের মধ্যেই ডিগবাজি খেলেন হাসি। যার মধ্যেই শ্রীনিবাসন বোর্ডের শীর্ষপদ ফিরে পেয়েছেন। এবং হাসি একশো আশি ডিগ্রি ঘুরে বলেছেন, তিনি পুরোপুরি নিশ্চিত নন সিএসকে দলে মইয়াপ্পনের ভূমিকাটা ঠিক কী! “গুরু আমাদের টিমের আশপাশে ঘোরাফেরা করত ঠিকই। তবে আমি ঠিক জানি না, সিএসকে-তে ওর ভূমিকাটা ঠিক কী? ওর সরকারি পদই বা ঠিক কী এই টিমে? আমি সম্ভবত ওকে নিয়ে আমার বইতে ভুল মন্তব্য করে ফেলেছি।”
|
মাইকেল নবসের জায়গায় অস্ট্রেলিয়া দলের প্রাক্তন স্ট্রাইকার ওয়ালশের হাতে এখন সর্দার সিংহ ও সন্দীপ সিংহদের ভাগ্য। লন্ডন অলিম্পিকে বারো দলের মধ্যে সর্বশেষ স্থানে শেষ করেছিল ভারত। টেরি ওয়ালশের কাঁধে জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়ায় খুব খুশি জাতীয় দলের অধিনায়ক সর্দার সিংহ। তিনি বলেন “আশা করি ওয়ালশ ও অল্টম্যানের যুগলবন্দিতে ভারতীয় হকি দলের পারফরম্যান্স গ্রাফটা উপরের দিকে উঠতে শুরু করবে।” আর নতুন চিফ কোচ অস্ট্রেলিয়া থেকে বললেন “সর্দার সিংহের খেলা বেশ কয়েক বার দেখেছি। ভারতীয় দলের ফিটনেস আগের থেকে অনেক বেড়েছে। দলের বেশির ভাগ খেলোয়াড়রাই তরুণ। সুতরাং ওদের সঙ্গে কাজ করতে আমার বিশেষ অসুবিধা হবে না।”
|
কুয়েত এসসি-র বিরুদ্ধে মেহতাবদের উদ্বুদ্ধ করতে একই মঞ্চে প্রদীপ বন্দ্যোপাধ্যায়-অমল দত্ত! তিন দিন পরেই এ রকম অভিনব দৃশ্য দেখতে পারে ময়দান! সপ্তাহ পেরোলেই কুয়েত এসসি-র বিরুদ্ধে এএফসি কাপ সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচ ঘরের মাঠে। আগামী মঙ্গলবার দু’গোলের ব্যবধানে সেই ম্যাচ জিততে পারলেই দেশের প্রথম দল হিসেবে এএফসি কাপের ফাইনাল খেলবেন চিডি-মেহতাবরা। ফালোপার দলকে উদ্বুদ্ধ করতে অতীতে লাল-হলুদে কোচিং করানো দশ জন প্রাক্তনকে তাই ডাকছে ইস্টবেঙ্গল। যে তালিকায় পিকে-অমল ছাড়াও রয়েছেন অরুণ ঘোষ, নইম, সুব্রত, সুভাষ, মনোরঞ্জন, অলোক মুখোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায়রা। আগামী শনিবার লক্ষ্মী পুজোর পরের দিন বিকেল চারটেয় ফুটবলারদের সামনে এই ম্যাচের গুরুত্ব, জয়ের তাগিদ, দেশের সম্মান নিয়ে ফুটবলারদের সামনে বক্তব্য রাখবেন তাঁরা। ডাক পাচ্ছেন এক জন প্রাক্তন ফিফা রেফারিও। এ দিনই ক্লাবের তরফে চিঠি পাঠানো হয়েছে প্রাক্তন কোচ এবং রেফারিদের কাছে।
|
মুম্বইতে মাঠেই অজ্ঞান হয়ে পড়েছিলেন কয়েক মাস আগে। সুস্থ হয়ে ভারতে ফিরেই আরও এক বছর জাতীয় দলের টিডি-র দায়িত্বে থাকার ইচ্ছা প্রকাশ করলেন রব বান। ফেডারেশন কর্তাদের কাছে। তাঁকে রাখা হবে কী না তা ঠিক হবে ৪ নভেম্বর টেকনিক্যাল কমিটির সভায়। |