টুকরো খবর |
গাছ কাটা নিয়ে সংঘর্ষে জখম
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে জখম হলেন এক মহিলা-সহ দু’জন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানা এলাকার মকরামপুর সংলগ্ন অবিরামপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই গ্রামের বেরা ও দোলুই পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে গণ্ডগোল রয়েছে। ঝড়ে পড়ে যাওয়া একটি গাছ এ দিন কেটে নিয়ে যেতে আসেন দু’পক্ষই। তখন সংঘর্ষ বাধলে গুরুতর জখম হন দু’জন। কাটারির কোপে জখম হন দুর্গা বেরা নামে এক মহিলা, অন্য দিকে দীপক বেরার মাথায় লাঠির আঘাত লাগে। ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ। জখম দু’জনকেই মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করানো হয়। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।
|
মেদিনীপুরে রাবণ পোড়া
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
পালবাড়ি মাঠে রাবণ পোড়া। |
মঙ্গলবার রাবণ পোড়া হল মেদিনীপুর শহরের পালবাড়ি মাঠে। এ বার ছিল দ্বিতীয় বর্ষ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে সামিল হন। পুজো শেষে সকলের মন যখন ভারাক্রান্ত, সর্বত্র বিষাদের সুর, ঠিক তখনই রাবণ পোড়া ঘিরে উৎসবে মাতে পালবাড়ি। গত বছরের ছবি চোখে পড়ে এ বারও। প্রার্থনা একটাই, অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় হোক।
|
বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেলেন বৃদ্ধ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল বৃদ্ধের। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরের ছোটাট্যাংরায়। মৃত রাজেন্দ্র পিল্লের (৬২) বাড়ির ওই এলাকাতেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির ছাদে শুকোতে দেওয়া জামাকাপড় তুলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন তিনি। |
|