বাড়ল নেট খরচ
সংবাদসংস্থা• নয়াদিল্লি |
এক বছরের মধ্যে দ্বিতীয় বার মোবাইলে ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়াল ভোডাফোন, এয়ারটেল এবং আইডিয়া সেলুলার। তাদের টু-জি সংযোগে এখন থেকে ১ জিবি তথ্য ডাউনলোড-আপলোড করতে খরচ প্রায় ২৫% বেশি পড়বে। কিছু নির্দিষ্ট রিচার্জের ক্ষেত্রেও আগের দামে এখন মিলবে প্রায় অর্ধেক পরিমাণ তথ্য আদানপ্রদান করার সুযোগ ও সময়সীমাও পাওয়া যাবে অনেকটাই কম।
|
কালো টাকা নিয়ে
সংবাদসংস্থা• জেনিভা |
কালো টাকা নিয়ে বিশ্ব জোড়া চাপের মুখে মাথা নোয়াল সুইৎজারল্যান্ড। এখন থেকে সে দেশের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদেশি নাগরিকদের সঞ্চিত অর্থ ও তাঁদের আয়কর সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে আদানপ্রদান করবে তারা। মঙ্গলবার অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের কর সংক্রান্ত এক চুক্তিতে এই মর্মে সই করে দেশটি। যেখানে ইতিমধ্যেই সই আছে ভারত-সহ ৫৭টি দেশের। |