|
|
|
|
বিষ্ণুপুরে পুড়ে গেল কারখানা
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
আগুনে বড় ক্ষতি হল বিষ্ণুপুর শহর লাগোয়া দ্বারিকা শিল্পতালুকের একটি ফেরো অ্যালয় কারখানা। বৃহস্পতিবার ওই ঘটনায় আতঙ্ক ছড়ায় কারখানার ভিতরে ও সংলগ্ন বসতিতে। শ্রমিকেরা ভয়ে কারখানা ছেড়ে বেরিয়ে আসেন। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঘর ছেড়ে বেরিয়ে পড়েন গ্রামবাসীরাও। স্থানীয় পেট্রোলপাম্পের ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়। কারখানার পাশেই দ্বারিকা সর্বজনীনের পুজো মণ্ডপ। ফলে, আরও বড় ধরনের বিপর্যয় হওয়ার আশঙ্কা ছিল। |
|
জ্বলছে কারখানা। বৃহস্পতিবার শুভ্র মিত্রের তোলা ছবি। |
বিষ্ণুপুর ও বাঁকুড়া থেকে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে বিকেল ৪টে নাগাদ আগুন নেভায়। ততক্ষণে অবশ্য কারখানার ভিতরে অনেক যন্ত্রাংশ পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে আরও। এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। বাড়িতে তালা ঝুলিয়ে বাচ্চাকাচ্চা নিয়ে ছোটাছুটি করছেন স্থানীয় বাসিন্দারা। কারখানা গেটের সামনে ভিড় শ্রমিক-কর্মচারীদের।সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ভিতরে ঢুকতে চাইলে গেটেই আটকে দেন নিরাপত্তারক্ষীরা। কারখানার সিকিউরিটি অফিসার সতীশ ঠাকুর জানান, কর্তৃপক্ষের আপত্তি আছে। শ্রমিকদের একাংশের ক্ষোভ, “এ দিন বেতন দেওয়ার কাজ চলছিল। তার মাঝেই আগুন লাগার ঘটনা অন্তর্ঘাতও হতে পারে বলে আমাদের সন্দেহ।” কারখানার ম্যানেজার (পার্সোনেল) নির্মল দে বলেন, “শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি ট্রান্সফর্মার পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি।” শ্রমিকেরা জানাচ্ছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট। এর পর আদৌ কারখানা খুলবে কি না, তা নিয়েও উদ্বেগে রয়েছেন তাঁদের একাংশ। |
|
|
|
|
|